Monalisa Das|| কেমন জীবনযাপন? কীভাবে পৌঁছলেন হিমশৈলের চূড়ায়? চর্চায় অধ্যাপিকা মোনালিসা দাস

Last Updated:

Professor Monalisa Das Profile and her Background: মোনালিসা দাস, এই নামটা ইতিমধ্যেই রাজ্যের মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে। জানেন কে এই মোনালিসা? মোনালিসা রানাঘাট দক্ষিণ বিধানসভার আদি বাসিন্দা ছিলেন।

অধ্যাপিকা মোনালিসা দাস।
অধ্যাপিকা মোনালিসা দাস।
#নদিয়াঃ মোনালিসা দাস, এই নামটা ইতিমধ্যেই রাজ্যের মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে। জানেন কে এই মোনালিসা? মোনালিসা রানাঘাট দক্ষিণ বিধানসভার আদি বাসিন্দা ছিলেন। পায়রাডাঙা প্রীতিনগরে তাঁর বাপের বাড়ি। মোনালিসা দাসের বাবার নাম স্বর্গীয় মৃণাল কান্তি দাস। তিনি ইএসআইয়ের ডেপুটি ম্যানেজার ছিলেন। বাড়িতে সদস্য সংখ্যা ৪। পরিবারে রয়েছে মা, দাদা, দাদার স্ত্রী এবং একমাত্র সন্তান।
বেশ কয়েক বছর আগে হালিশহরে মোনালিসার বিয়ে হয়। তাঁর স্বামী পেশায় পাইলট। যদিও তার স্বামীর সঙ্গে বর্তমানে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। মোনালিসার দাদা জানান, পায়রাডাঙাতে রয়েছে তাঁদের আদি বাড়ি এবং কর্মসূত্রে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে একটি ভাড়া বাড়িতে তিনি থাকেন। ছোটবেলায় নদিয়ার পায়রাডাঙার স্কুলেই পড়াশোনা করেছেন মোনালিসা। এরপর চাকদহ কলেজ থেকে গ্রাজুয়েট হন এবং পরবর্তীকালে কল্যাণী ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতকোত্তর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পিএইচডি করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: শ্রাবণ সোমবারে জল ঢালতে বেরিয়েছিল ৯ জনের দল, পথে মর্মান্তিক মৃত্যু ২ ভক্তের
মোনালিসার দাদা মানস দাস বলেন, "কলকাতায় আমাদের একটি ফ্ল্যাট রয়েছে, তাও মায়ের নাম এবং মোনালিসা যেই ফ্ল্যাটটি কলকাতায় কিনেছে সেটিও ব্যাঙ্ক মারফত লোন নিয়েই। যদিও এখনও সেই ফ্ল্যাট হাতে পায়নি।" বর্তমানে মোনালিসা পারিবারিক বিশেষ কাজে কলকাতার বাইরে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর দাদা। জানা গিয়েছে, মোনালিসার প্রায়ই যাতায়াত ছিল দাদার বাড়িতে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Monalisa Das|| কেমন জীবনযাপন? কীভাবে পৌঁছলেন হিমশৈলের চূড়ায়? চর্চায় অধ্যাপিকা মোনালিসা দাস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement