সিবিআইয়ের আইনজীবী জানান, শুধু এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা নয়, প্রাথমিকের নিয়োগেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য কী ভাবে জড়িত, তা নিয়ে রিপোর্ট দিয়ে জানাব।
আরও পড়ুন: শুভেন্দুর সভামঞ্চ ঘিরে শুধুই তৃণমূলের পতাকা! ব্য়াপার কী? বিষ্ণুপুরে তুমুল চাঞ্চল্য
advertisement
এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ”সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় তদন্তের গতি কিছুটা শ্লথ হয়েছে। সাধারণ মানুষ ভাবছেন কী হচ্ছে? সবাই শেষমেশ কী হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে। আপনাদের কিছু করতে হবে।”
আরও পড়ুন: আর মাত্র ৮ দিন! ‘সব’ চলে যাচ্ছে দিল্লি, অনুব্রত মণ্ডলের কোনও আবেদনেই কাজ হল না!
এরপরই সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, ”আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। মঙ্গলবার সংক্ষিপ্ত রিপোর্ট জমা দিয়ে সবকিছু জানাব। এই তদন্তের অগ্রগতি সাধারণ মানুষ দেখতে পাবেন। আজকের দিনটি ধ্বংসের নয়। আজকের দিনে স্বামী বিবেকানন্দ শিকাগোয় বক্তৃতা করেছিলেন।”