শুক্রবার আদালতের চলতি শুনানিতে জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। আপাতত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। ফলে আগামী ১৮ অগাস্ট ফের তাঁকে আদালতে পেশ করা হতে পারে বলে খবর। অন্য দিকে অর্পিতা রয়েছএন আলিপুর মহিলা সংশোধনাগারে। ফলে আগামী এক পক্ষকালের কিছু সময় তাঁদের কাটবে কারাগারের অন্ধকারে।
আরও পড়ুন: রাখিতে ছুটি ঘোষণা নবান্নের,রাজ্য সরকারি কর্মীদের সামনে টানা পাঁচ দিন ছুটির সুযোগ
advertisement
শুক্রবার পার্থর জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। তিনি আদালতে দাবি করেছিলেন, তাঁর মক্কেল এক পয়সাও ঘুষ নেননি, কোনও প্রমাণও পাওয়া যায়নি। পাশাপাশি, আদালতে তিনি দাবি করেন, পার্থ বেহালা পশ্চিমের বিধায়ক পদ থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি আদালতে আরও বলেন, পার্থ এখন আর পাঁচজন সাধারণের মতোই একজন সাধারণ মানুষ। আর তিনি পালিয়ে যাওযার লোক নন। কিন্তু আদালত শেষ পর্যন্ত সেই যুক্তি শুনতে চায়নি। হেফাজতের নির্দেশ দেয় আদালত।
অনুপ চক্রবর্তী