Nabanna announces holiday on Rakhi: রাখিতে ছুটি ঘোষণা নবান্নের,রাজ্য সরকারি কর্মীদের সামনে টানা পাঁচ দিন ছুটির সুযোগ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই ছুটি ঘোষণার ফলে আগামী সপ্তাহের শেষ রাজ্য সরকারি কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ সামনে চলে এলো৷
#কলকাতা: রাখি বন্ধনে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ আগামী বৃহস্পতিবার ১১ অগাস্ট রাখি বন্ধন উপলক্ষে ছুটি থাকবে বলে এ দিনই ঘোষণা করেছে রাজ্য সরকার৷
রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডারে এই ছুটির উল্লেখ ছিল না৷ গত বছরও রাখী বন্ধনে ছুটি দেয়নি রাজ্য৷ তবে এ বার সিদ্ধান্ত বদল করল নবান্ন৷
আরও পড়ুন: বড় খবর! উচ্চ প্রাথমিকে নিয়োগে ১১০০ চাকরিপ্রার্থীর জন্য নতুন সুযোগ! সময় ১৩ অগাস্ট পর্যন্ত
advertisement
এই বিজ্ঞপ্তির ফলে আগামী ১১ অগাস্ট রাজ্য সরকারি এবং রাজ্য সরকার অধিগৃহীত সমস্ত দফতর বন্ধ থাকবে৷ ছুটি থাকবে সমস্ত পুরসভা এবং কর্পোরেশনেও৷ বন্ধ থাকবে রাজ্য সরকারের অধীনস্ত সমস্ত স্কুল, কলেজও ছুটি থাকবে৷
advertisement
এই ছুটি ঘোষণার ফলে আগামী সপ্তাহের শেষ রাজ্য সরকারি কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ সামনে চলে এলো৷ কারণ ১১ অগাস্ট বৃহস্পতিবার রাখী উপলক্ষে ছুটি দিল রাজ্য৷ ১৩ এবং ১৪ অগাস্ট যথাক্রমে শনি ও রবিবার৷ ১৫ অগাস্ট সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি৷ ফলে শুধুমাত্র ১২ অগাস্ট একটি অতিরিক্ত ছুটি নিলেই টানা পাঁচ দিন ছুটি উপভোগ করা যাবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2022 6:16 PM IST