#কলকাতা: রাখি বন্ধনে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ আগামী বৃহস্পতিবার ১১ অগাস্ট রাখি বন্ধন উপলক্ষে ছুটি থাকবে বলে এ দিনই ঘোষণা করেছে রাজ্য সরকার৷
রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডারে এই ছুটির উল্লেখ ছিল না৷ গত বছরও রাখী বন্ধনে ছুটি দেয়নি রাজ্য৷ তবে এ বার সিদ্ধান্ত বদল করল নবান্ন৷
আরও পড়ুন: বড় খবর! উচ্চ প্রাথমিকে নিয়োগে ১১০০ চাকরিপ্রার্থীর জন্য নতুন সুযোগ! সময় ১৩ অগাস্ট পর্যন্ত
এই বিজ্ঞপ্তির ফলে আগামী ১১ অগাস্ট রাজ্য সরকারি এবং রাজ্য সরকার অধিগৃহীত সমস্ত দফতর বন্ধ থাকবে৷ ছুটি থাকবে সমস্ত পুরসভা এবং কর্পোরেশনেও৷ বন্ধ থাকবে রাজ্য সরকারের অধীনস্ত সমস্ত স্কুল, কলেজও ছুটি থাকবে৷
এই ছুটি ঘোষণার ফলে আগামী সপ্তাহের শেষ রাজ্য সরকারি কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ সামনে চলে এলো৷ কারণ ১১ অগাস্ট বৃহস্পতিবার রাখী উপলক্ষে ছুটি দিল রাজ্য৷ ১৩ এবং ১৪ অগাস্ট যথাক্রমে শনি ও রবিবার৷ ১৫ অগাস্ট সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি৷ ফলে শুধুমাত্র ১২ অগাস্ট একটি অতিরিক্ত ছুটি নিলেই টানা পাঁচ দিন ছুটি উপভোগ করা যাবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nabanna, Raksha Bandhan 2022