TRENDING:

Partha Chatterjee News: আবহাওয়ার প্রভাব? পার্থ চট্টোপাধ্যায়কে বড় নির্দেশ কোর্টের! ফের সেই জেল হেফাজত

Last Updated:

Partha Chatterjee News: জেল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়াল হাজিরার জন্য আবেদন করা হয় আজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের ২১ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়ের। তবে, জেল থেকে শুনানিতে রাজি নন পার্থ, কোর্টে এসেই হাজিরা দিতে চান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী! জেল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়াল হাজিরার জন্য আবেদন করা হয় আজ। পাশাপাশি আজ আবহাওয়ার জন্য কোর্ট লকআপ থেকেই ভার্চুয়াল শুনানির আবেদন করা হয়। পার্থ কোর্ট লকআপ থেকে ভার্চুয়ালি কোর্টে হাজির হন।
ফের জেল হেফাজতে পার্থ
ফের জেল হেফাজতে পার্থ
advertisement

শুনানির সময় বিচারক বলেন, ”জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার হাজিরার আবেদন করা হয়েছে। আপনার আইনজীবীর তরফে আজকের আবহাওয়ার জন্য ভিডিও কনফারেন্সে হাজিরার জন্য আবেদন করা হয়েছে কোর্ট লক আপ থেকে।” সে সময় পার্থ উত্তর দেন, ”আমি আদালতে এসেছি। এসে চুপচাপ বসেই আছি।”

আরও পড়ুন: বিরাট আশঙ্কা অশোকনগরে! ভয়ে কাঁপছেন যশোর রোডের পাশের মানুষজন! কেন?

advertisement

বিচারক এরপর বলেন, ”আপনি কি আসতে চাইছেন? আপনি যদি ফিজিক্যাল হাজিরা চান, তাহলে আমি জেলের আবেদন খারিজ করতে পারি। না হলে আমি জেলের আবেদন মেনে নিচ্ছি।” পার্থ উত্তর দেন, ”না স্যার, আমি আসতে চাই।” বিচারক বলেন, ”তাহলে কিন্তু আপনাকে আদালত কক্ষে আসতে হবে।”

advertisement

আরও পড়ুন: উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব! উত্তরে বইছে শিল্পের হাওয়া

পার্থ উত্তরে বলেন, ”হ্যাঁ, আমি ফিজিক্যালি আসব।” বিচারক বলেন, ”ফিজিক্যালি হাজিরা তো ভাল। আপনি পারবেন কি? তাহলে ফিজিক্যাল হাজিরা হলে কিন্তু পরের দিন কোর্টের সামনে আসতে হবে।” পার্থ বলেন, ”হ্যাঁ, আমি আসব।”

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee News: আবহাওয়ার প্রভাব? পার্থ চট্টোপাধ্যায়কে বড় নির্দেশ কোর্টের! ফের সেই জেল হেফাজত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল