শুনানির সময় বিচারক বলেন, ”জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার হাজিরার আবেদন করা হয়েছে। আপনার আইনজীবীর তরফে আজকের আবহাওয়ার জন্য ভিডিও কনফারেন্সে হাজিরার জন্য আবেদন করা হয়েছে কোর্ট লক আপ থেকে।” সে সময় পার্থ উত্তর দেন, ”আমি আদালতে এসেছি। এসে চুপচাপ বসেই আছি।”
আরও পড়ুন: বিরাট আশঙ্কা অশোকনগরে! ভয়ে কাঁপছেন যশোর রোডের পাশের মানুষজন! কেন?
advertisement
বিচারক এরপর বলেন, ”আপনি কি আসতে চাইছেন? আপনি যদি ফিজিক্যাল হাজিরা চান, তাহলে আমি জেলের আবেদন খারিজ করতে পারি। না হলে আমি জেলের আবেদন মেনে নিচ্ছি।” পার্থ উত্তর দেন, ”না স্যার, আমি আসতে চাই।” বিচারক বলেন, ”তাহলে কিন্তু আপনাকে আদালত কক্ষে আসতে হবে।”
আরও পড়ুন: উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব! উত্তরে বইছে শিল্পের হাওয়া
পার্থ উত্তরে বলেন, ”হ্যাঁ, আমি ফিজিক্যালি আসব।” বিচারক বলেন, ”ফিজিক্যালি হাজিরা তো ভাল। আপনি পারবেন কি? তাহলে ফিজিক্যাল হাজিরা হলে কিন্তু পরের দিন কোর্টের সামনে আসতে হবে।” পার্থ বলেন, ”হ্যাঁ, আমি আসব।”