Bangla News: বিরাট আশঙ্কা অশোকনগরে! ভয়ে কাঁপছেন যশোর রোডের পাশের মানুষজন! কেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: স্থানীয়রা আশঙ্কা করছেন, যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে।
অশোকনগর, জিয়াউল আলম: টানা বৃষ্টিতে অশোকনগর যশোর রোডের পাশে ধস। গোটা বাড়ি পড়ে যেতে পারে। বিপদের আশঙ্কা থেকে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। টানা বৃষ্টিতে অশোকনগর বিল্ডিং মোড়ে জাতীয় সড়কের পাশে ধস, যে কোনও সময় পড়ে যেতে পারে গোটা বাড়িসহ – ট্রান্সমিটার এবং ইলেকট্রিক পোস্ট।
এমনকি যশোর রোডেও ধস নামার আশঙ্কায় প্রশাসনের তরফ থেকে ৩৫ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ যশোর রোডের মাঝখানে ব্যারিকেড তৈরি করে দিলেন। রাস্তার একপাশ দিয়ে আপাতত ধীর গতিতে চলছে গাড়ি। জানা গিয়েছে, অশোকনগরে বিল্ডিং মোড় এলাকায় যশোর রোডে বেশ কিছুদিন ধরে মাটির নিচ থেকে পাইপ লাইনের কাজ চলছিল।
আরও পড়ুন: উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব! উত্তরে বইছে শিল্পের হাওয়া
advertisement
advertisement
রাস্তার পাশে প্রায় সাত ফুট বোরিং করে সেই পাইপ লাইনের কাজ চলছিল। গতকাল রাত থেকে টানা বৃষ্টি শুরু হতেই বৃহস্পতিবার দুপুরে যশোর রোডের পাশে যেখানে পাইপ লাইনের কাজের জন্য বোরিং করা হয়েছিল, সেখানেই ধস নেমে পাইপ ফেটে যায়।
পাশেই রয়েছে একটি বাড়ি এবং ট্রান্স মিটার সহ বেশ কয়েকটি ইলেকট্রিক পোস্ট। ফলে স্থানীয়রা আশঙ্কা করছেন, যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে। এমনকি যশোর রোডেও যে কোনও সময় ধস নামতে পারে তাই রাস্তার যে পাশে ধস নামার বিপদের আশঙ্কা রয়েছে, সেই পাশে ব্যারিকেড তৈরি করে উল্টো দিক থেকে ভারী গাড়ি যাতায়াত করানো হচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 6:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বিরাট আশঙ্কা অশোকনগরে! ভয়ে কাঁপছেন যশোর রোডের পাশের মানুষজন! কেন?