TRENDING:

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি! ‘পচা শামুকে যেন পা না কাটে,’ ভর্ৎসনা বিচারকের

Last Updated:

গত ১১ নভেম্বর জামিন পান শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক মাস ধরেই বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বুধবারও ব্যাঙ্কশাল আদালতে সশরীরে হাজিরা দিলেন না পার্থ চট্টোপাধ্যায়। হাজিরা না দেওয়ায় পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিন বাতিল করার হুঁশিয়ারিও দিলেন বিচারক। অন্যদিকে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাসপোর্ট আজ আলাদলতে সারেন্ডার করেন তাঁর আইনজীবী৷
News18
News18
advertisement

পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত। ইডি বিশেষ আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রায়াল কোর্টে শুনানির নির্ধারিত দিনে আদালতে পার্থ সহ অনেকেই যাঁরা জামিনে মুক্ত তাঁরা বুধবার অনুপস্থিত ছিলেন। তাতেই উষ্মা প্রকাশ করেন বিচারক শুভেন্দু সাহা।

বিচারক তাঁদের উদ্দেশে বলেন, প্রত্যেক শুনানিতে কোর্টে থাকতে হবে। অন‍্যথা এই কোর্টের পূর্ণ ক্ষমতা আছ্ হাজিরা না দিলে জামিন বাতিল করে দেওয়ার। আশা করি আপনারা পচা শামুকে পা কাটবেন না।

advertisement

এদিন, যাঁরা কোর্টে আসেননি তাঁদের ভৎসনা করেন বিচারক। তিনি বলেন, ‘‘পচা শামুকে যেন পা না কাটে। কারণ, যাঁরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তাঁদের সশরীরে আসতেই হবে। না হলে জামিন বাতিল হয়ে যেতে পারে।’’

আরও পড়ুন: শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, সন্দেশখালিতে সিবিআইয়ের হাতে ধৃত দুরন্ত মোল্লা

গত ১১ নভেম্বর জামিন পান শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক মাস ধরেই বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকেই যান নাকতলার বাড়িতে৷

advertisement

এছাড়া, আজ আদালতে হাজিরা দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। ২০০২ সালের তিনটি ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন করা হয় তাঁর তরফে। এই আবেদনের শুনানি ৮ ডিসেম্বর।

আরও পড়ুন: অরুণাচল নিয়ে প্রশ্ন তুলে পোস্ট দিয়েছিলেন, তারপর তুমুল ট্রোলিং! তারপর একতার বার্তা মহিলার

সেরা ভিডিও

আরও দেখুন
৪ হাজার টাকা ভাগ্য বদলাল চন্দ্রকোনার ব্যবসায়ীর! মাশরুমের বিজনেস আইডিয়াতে এখন আয় অঢেল
আরও দেখুন

অন্যদিকে, এদিন চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জ গঠন করার দিন থাকলেও এখনই তা হচ্ছে না বলে জানা গিয়েছে৷ ইডির আইনজীবী এদিন আালতকে জানান, তাঁরা এখনও প্রস্তুত নন৷ বিচারক বলেন ডকুমেন্ট পড়া কতদিনে শেষ হবে? জানুয়ারি পর্যন্ত সময় লাগবে জানান চন্দ্রনাথ সিনহার আইনজীবী। পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি! ‘পচা শামুকে যেন পা না কাটে,’ ভর্ৎসনা বিচারকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল