জেল সূত্রের খবর, কয়েকজন কয়েদির অনুরোধে ষষ্ঠীর সন্ধায় ঢাক বাজিয়েছেন তিনি। টানা প্রায় দশ মিনিট ঢাক বাজিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকী বেশ কিছুক্ষণ মণ্ডপে ছিলেন এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ। সেখানেই ঢাক বাজিয়ে মাকে প্রণাম সেরে তাঁর সেলে চলে আসেন।
আরও পড়ুন: '৬০ হাজার টাকা দিয়ে পুজো ভাড়া...', সপ্তমীর সকালে দিল্লি যাওয়ার মুখে বিস্ফোরক দিলীপ ঘোষ
advertisement
এদিকে, আলিপুর মহিলা সংশোধনাগারের পুজোকে ঘিরে বেশ উজ্জীবিতই দেখা গিয়েছে আরেক অভিযুক্ত অপির্তা মুখোপাধ্যায়কে। জেলের বাইরে থাকাকালীন মণ্ডপে মণ্ডপে পুজোর উদ্বোধনে দেখা যেত তাঁকে। নাকতলার পুজোয় পার্থ চট্টোপাধ্যায়ের ছায়াসঙ্গী হয়েই থাকতেন তিনি। কিন্তু এবার তিনি জেলবন্দি।
আরও পড়ুন: 'বিদায় কমরেড', কেরলকে কাঁদিয়ে প্রয়াত সিপিআইএম নেতা বালাকৃষ্ণণ! শোকের ছায়া
সূত্রের খবর, পুজোয় জেলবন্দি থাকা নিয়ে আক্ষেপ করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। তবে জেলের খাবারের তালিকায় ছিল মুগের ডাল, লম্বা বেগুন ভাজা, চচ্চড়ি, মাছের ঝোল এবং চাটনি। যা কিছুটা হলেও খুশি করেছে অর্পিতার মুড। এদিকে, দুর্গাপুজোয় বেশ পাত পেড়ে খাওয়ার ব্যবস্থা করেছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষও। সপ্তমী থেকে দশমী পর্যন্ত খাসির মাংস থেকে পোলাও,কাতলা মাছ,দই মিষ্টি পায়েস তো থাকছেই। সঙ্গে থাকছে ফ্রায়েড রাইস। অন্যবারের মত এবারও জেলে দুর্গা পুজো হচ্ছে। জেলের মধ্যেই এক টুকরো গ্রাম বানিয়েছেন আবাসিকরা।