'৬০ হাজার টাকা দিয়ে পুজো ভাড়া...', সপ্তমীর সকালে দিল্লি যাওয়ার মুখে বিস্ফোরক দিলীপ ঘোষ

Last Updated:

Dilip Ghosh: হুগলির গুড়াপে দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের পতাকা, তৃণমূল স্তরের আবেগের বহিঃপ্রকাশ কুণাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা দিলীপ ঘোষ বলেন, ''বই প্রকাশ যেদিন হবে, গাছে বেঁধে পেটাচ্ছে, সেরকম হবে সবে শুরু হয়েছে।''

দিলীপ ঘোষের আক্রমণ
দিলীপ ঘোষের আক্রমণ
#কলকাতা: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সপ্তমীর সকালে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে হল ভাড়া করে বিজেপির দুর্গাপুজো রাজনৈতিক দেউলীয়াপনার পরিচয় দিচ্ছে, তৃণমূলের এই দাবির প্রেক্ষিতে বলেন, ''ওরাও ভাড়া করেছে ৬০ হাজার টাকা দিয়ে। সব পুজোকে ভাড়া করেছে, নইলে একজনও ডাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদি টাকা না দেয়, বাকি চোরদেরকে কেউ ডাকছে সেই জন্য বড় বড় কথা না বলে গরিব লোকেদের টাকা নিয়ে পুজো ভাড়া করে উদ্বোধন করে ফুটানি মারছো, সেই টাকা দেওয়া বন্ধ করা হলে মুখের দিকে কেউ তাকাবে না।''
হুগলির গুড়াপে দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের পতাকা, তৃণমূল স্তরের আবেগের বহিঃপ্রকাশ কুণাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা দিলীপ ঘোষ বলেন, ''বই প্রকাশ যেদিন হবে, গাছে বেঁধে পেটাচ্ছে, সেরকম হবে সবে শুরু হয়েছে। কতদূর যেতে হয় ওরা জানেন না, অসামাজিক চোর-ডাকাত দিয়ে পার্টি যদি চলে। এরকম হয় পুজোকে অপবিত্র করা হচ্ছে, মন্ত্রকে অপবিত্র করা হচ্ছে, পিতৃপক্ষে পূজা উদ্বোধন করা হচ্ছে, অসামাজিক যত লোক তারা সেই পার্টির মধ্যে আছে।''
advertisement
advertisement
ষষ্ঠীতেও আন্দোলনরত এসএসসি চাকরি প্রার্থীরা আন্দোলনে সেই বিষয়ে দিলীপ ঘোষ জানান, যে দাবি নিয়ে তাঁরা আন্দোলন করছে তাদের ১০০ ভাগ অধিকার আছে আন্দোলন করার। সেই দাবি মেটানো সরকারের দায়িত্ব। আমার বক্তব্য হচ্ছে পুজো এসে গেছে, আন্দোলন চলতে থাকবে বাংলায়। সারা বছর আন্দোলন হয় এই সরকারের বিরুদ্ধে। সবাই আন্দোলন করছে। পুজোর কটা দিন বাড়িতে গিয়ে পুজোতে সময় দিন। কারণ আমরা জানি যে রাজত্বে বাস করছি সেখানে অধিকার ন্যায় পাওয়াটা মুশকিল। পরে আবার জোরদার আন্দোলন হবে।''
advertisement
মুখ্যমন্ত্রী যে পুজোর উদ্বোধনে গিয়ে নাক সিঁটকে ছিলেন, সেই পুজোই পরিবেশবান্ধব পুজো বলে চিহ্নিত হয়েছে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল সরকার এরকমই হয়, সরকার নিজে পয়সা দিয়ে পুরস্কার নেয়। আর সরকারের যারা নিজের লোক তাদেরকে পুরস্কার দিতে হবে। সেই যতই ঘাটিয়া পুজো হোক, সব ব্যাপার স্যাপার উল্টো চলছে।
advertisement
কানপুরে ভয়াবহ দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এই ধরনের অসুরক্ষিতভাবে যাতায়াত করাটা অবশ্যই প্রশাসনের দেখা উচিত। পুলিশে দেখা উচিত। আনন্দের সময় এতগুলো প্রাণ গেল এই ঘটনা শুনে আমাদের কষ্ট হচ্ছে। এগুলো এড়ানো যায় যদি একটু কড়াকড়ি করা হয়।'' নাকতলা উদয়ন সংঘ এবার কোন তালিকাতে নেই সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, ''মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করতে যাননি। যদি সত্যি সত্যি সিবিআই কাজ শুরু করে, অনেক পুজো এরকম ব্রাত্য হয়ে যাবে।''
বাংলা খবর/ খবর/কলকাতা/
'৬০ হাজার টাকা দিয়ে পুজো ভাড়া...', সপ্তমীর সকালে দিল্লি যাওয়ার মুখে বিস্ফোরক দিলীপ ঘোষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement