তাতেই উষ্মা প্রকাশ বিচারকের। কোনও পৃথক দিন নয়, শুনানির নির্ধারিত দিনেই করতে হবে, তা না হলে আবেদন প্রত্যাহার করতে পারেন, মন্তব্য বিচারকের। আবেদন প্রত্যাহার করে নেন পার্থর আইনজীবী। প্রসঙ্গত, গত সপ্তাহে পার্থর জামিনের জন্য পৃথক শুনানি হয়েছিল। ওই দিন জামিন খারিজ করে দিয়েছিল আদালত।
আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের জন্য ফের দুঃসংবাদ! আদালত যা জানাল, মুষড়ে গেলেন তৃণমূল নেতা
advertisement
প্রসঙ্গত, গত বুধবার ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও আনেন তিনি। প্রায় এক বছরের বেশি সময় পর আবার তাঁর নাম শোনা গেল তৃণমূল সাংসদ তথা সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এত দিন জেলে থাকা হয়ে গেলেও পার্থ কেন ন্যায়বিচার পেলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন: মহিলার গোপনাঙ্গে ধাতব শব্দ! বনগাঁর সীমান্তে যা উদ্ধার হল, চক্ষু চড়কগাছ সকলের
অভিষেক ‘প্রতিহিংসার রাজনীতি’-র তত্ত্ব তুলে আবারও কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলেন। বিজেপিকে তুলোধনা করার পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে এই দাবির স্বপক্ষে যুক্তি দেন সাংসদ। এ কথা-ও কথায় বলতে গিয়ে বলেন, “কে বিচার পেয়েছে? ১৪ মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। বলুন তো কী সুরাহা হয়েছে? কে পেয়েছে ন্যয়বিচার?” সেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন ঘিরেই এবার উষ্মা প্রকাশ করলেন বিচারক।