এবার ইডি নজরে এবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলররা। ইডি সূত্রে দাবি করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে চাকরিপ্রার্থীদের থেকে নেওয়া টাকা। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নথিপত্র থেকে এমনই তথ্য প্রমাণ হাতে এসেছে ইডির। এই সকল বিনিয়োগের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়কে সহযোগিতা করতেন তার কিছু আস্থাভাজন কাউন্সিলর। এমনই দাবি কেন্দ্রীয় তদন্তকারীদের।
advertisement
আরও পড়ুন: বুকেই যন্ত্রণা, ভুবনেশ্বরে পৌঁছে বোঝালেন বিধ্বস্ত পার্থ! দেখুন ভিডিও
এবার সেই সকল কাউন্সিলররা ইডির নজরে। কিছু সূত্রে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলরদের একাংশ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে দেখভাল করতেন। তাই তাদের জিজ্ঞাসাবাদ করলে বিনিয়োগ হওয়া টাকা সম্পর্কে তথ্য উঠে আসবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। খুব শীঘ্রই পার্থর আস্থাভাজন কাউন্সিলরদের তলব করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।
আরও পড়ুন: ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ, নিয়ে যাওয়া হচ্ছে এইমসে! তৈরি চিকিৎসকদের বিশেষ দল
প্রসঙ্গত, শনিবার রাতে পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের কাছেও বুকে ব্যথার সমস্যার কথা জানিয়েছিলেন৷ তাঁর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলেও জানান রাজ্যের এই শীর্ষ মন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের রক্তে ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি ছিল বলে খবর৷ যদিও এসএসকেএম-এর চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখতে পারেনি ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে সায় দেয় কলকাতা হাইকোর্টও৷ হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমস-এ নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেন৷ সেই মতো এ দিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর উড়িয়ে নিয়ে যাওয়া হয়৷