Partha Chatterjee reaches Bhubaneswar: ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ, নিয়ে যাওয়া হচ্ছে এইমসে! তৈরি চিকিৎসকদের বিশেষ দল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার জন্য গতকাল রাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷
#ভুবনেশ্বর: ভুবনেশ্বরে বিমানবন্দরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়৷ কলকাতা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয় রাজ্যের শিল্প মন্ত্রীকে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ভুবনেশ্বরের এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ বিমানবন্দর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে এইমসে নিয়ে যাওয়ার জন্য আগে ভাগেই প্রস্তুত ছিল অ্যাম্বুল্যান্স এবং পুলিশের কনভয়৷ ছিলেন ইডি আধিকারিকরাও৷
বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমস-এর দূরত্ব দশ কিলোমিটার মতো৷ যে পথ দিয়ে পার্থকে নিয়ে যাওয়া হবে, সেই রাস্তায় যাতে যানজট না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ওড়িশা পুলিশও৷
advertisement
পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার জন্য গতকাল রাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ কারণ এসএসকেএম হাসপাতালের চিকিৎসা পদ্ধতির উপরে আস্থা রাখতে পারেনি ইডি৷ তাঁদের অভিযোগ ছিল, রাজ্যের মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের উপরে প্রভাব খাটিয়ে তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পারেন৷ এড়াতে পারেন ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদও৷
advertisement
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ বিকেল তিনটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট ইডির তদন্তকারী অফিসার, মন্ত্রীর আইনজীবী এবং চিকিৎসকের হাতে তুলে দিতে হবে৷ সেই রিপোর্ট জমা দিতে হবে ইডি-র বিশেষ আদালতে৷ তার পরেই পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা কোথায় হবে, তা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে আদালত৷
advertisement
এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হয় পার্থকে৷ সকাল ৮.৩৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে পার্থকে নিয়ে ভুবনেশ্বরের উদ্দেশ্যে উড়ে যায় এয়ার অ্যাম্বুল্যান্স৷
পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য ভুবনেশ্বরের এইমস-এ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তৈরি রাখা হয়েছে৷ নেফ্রলজিস্ট, কার্ডিওলজিস্ট সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকে সেখানে প্রস্তুত রাখা হয়েছে বলে খবর৷ আজ বিকেলে ভুবনেশ্বর থেকেই ভার্চুয়াল মাধ্যমে কলকাতায় ইডি-র বিশেষ আদালতের শুনানিতে হাজিরা দিতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 10:11 AM IST