Partha Chatterjee reaches Bhubaneswar: ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ, নিয়ে যাওয়া হচ্ছে এইমসে! তৈরি চিকিৎসকদের বিশেষ দল

Last Updated:

পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার জন্য গতকাল রাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷

এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ৷
এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ৷
#ভুবনেশ্বর: ভুবনেশ্বরে বিমানবন্দরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়৷ কলকাতা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয় রাজ্যের শিল্প মন্ত্রীকে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ভুবনেশ্বরের এইমসে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ বিমানবন্দর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে এইমসে নিয়ে যাওয়ার জন্য আগে ভাগেই প্রস্তুত ছিল অ্যাম্বুল্যান্স এবং পুলিশের কনভয়৷ ছিলেন ইডি আধিকারিকরাও৷
বিমানবন্দর থেকে ভুবনেশ্বর এইমস-এর দূরত্ব দশ কিলোমিটার মতো৷ যে পথ দিয়ে পার্থকে নিয়ে যাওয়া হবে, সেই রাস্তায় যাতে যানজট না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ওড়িশা পুলিশও৷
advertisement
পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে বের করে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার জন্য গতকাল রাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ কারণ এসএসকেএম হাসপাতালের চিকিৎসা পদ্ধতির উপরে আস্থা রাখতে পারেনি ইডি৷ তাঁদের অভিযোগ ছিল, রাজ্যের মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের উপরে প্রভাব খাটিয়ে তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পারেন৷ এড়াতে পারেন ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদও৷
advertisement
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ বিকেল তিনটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট ইডির তদন্তকারী অফিসার, মন্ত্রীর আইনজীবী এবং চিকিৎসকের হাতে তুলে দিতে হবে৷ সেই রিপোর্ট জমা দিতে হবে ইডি-র বিশেষ আদালতে৷ তার পরেই পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা কোথায় হবে, তা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে আদালত৷
advertisement
এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হয় পার্থকে৷  সকাল ৮.৩৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে পার্থকে নিয়ে ভুবনেশ্বরের উদ্দেশ্যে উড়ে যায় এয়ার অ্যাম্বুল্যান্স৷
পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য ভুবনেশ্বরের এইমস-এ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তৈরি রাখা হয়েছে৷ নেফ্রলজিস্ট, কার্ডিওলজিস্ট সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকে সেখানে প্রস্তুত রাখা হয়েছে বলে খবর৷ আজ বিকেলে ভুবনেশ্বর থেকেই ভার্চুয়াল মাধ্যমে কলকাতায় ইডি-র বিশেষ আদালতের শুনানিতে হাজিরা দিতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Partha Chatterjee reaches Bhubaneswar: ভুবনেশ্বর পৌঁছলেন পার্থ, নিয়ে যাওয়া হচ্ছে এইমসে! তৈরি চিকিৎসকদের বিশেষ দল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement