স্বাস্থ্যপরীক্ষার পর মঙ্গলবার সকালেই ভুবনেশ্বর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় পৌঁছয় ইডি৷ সোমবার রাতে ভুবনেশ্বর এইমস-এ রাখা হয় ধৃত মন্ত্রীকে৷ এর পর পরিকল্পনা অনুযায়ী এদিন সকালের বিমানেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হয়৷ বিমানবন্দর থেকে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। গতকালই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ৩ অগাস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত (Partha Chatterjee Arrest)৷
advertisement
আরও পড়ুন : 'ঠিক বলেছে', ছোট্ট জবাবে মমতার অবস্থানেই সায় দিলেন পার্থ
এদিকে সোমবারই এসএসসি দুর্নীতি বিতর্কে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির পক্ষে তিনি৷ দল এবং সরকার যে সেক্ষেত্রে কাউকেই রেয়াত করবে না, এমনও দাবি করেন মমতা৷ আজ ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরে পার্থ চট্টোপাধ্যায় দাবি করলেন, "মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন"৷
এসএসসি দুর্নীতি কাণ্ডে গত শনিবার ইডি-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ সামনে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম৷ অর্পিতার বাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ২২ কোটি টাকা৷ গোটা ঘটনায় চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয় শাসক দল এবং রাজ্য সরকার৷ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই মন্ত্রিসভা থেকে তাঁকে অপসারণের দািব ওঠে৷ এই ঘটনাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল তুলতে শুরু করে বিরোধীরা (Partha Chatterjee Arrest)৷
আরও পড়ুন : প্রাথমিক TET দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে তলব ইডির, আগামিকাল হাজিরা
এর পরই সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও তিনি বলেন, 'অন্যায় করলে আমি বিধায়ক, সাংসদ, মন্ত্রী- কাউকে রেয়াত করি না৷ দোষ প্রমাণিত হলে একশো বছর কারাদণ্ড হলেও আমার আপত্তি নেই৷'