Partha Chatterjee on Mamata Banerjee: 'ঠিক বলেছে', ছোট্ট জবাবে মমতার অবস্থানেই সায় দিলেন পার্থ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই মন্ত্রিসভা থেকে তাঁকে অপসারণের দািব ওঠে৷
#অনুপ চক্রবর্তী, কলকাতা: সোমবারই এসএসসি দুর্নীতি বিতর্কে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির পক্ষে তিনি৷ দল এবং সরকার যে সেক্ষেত্রে কাউকেই রেয়াত করবে না, এমনও দাবি করেন মমতা৷ আজ ভুবনেশ্বর থেেক কলকাতায় ফিরে পার্থ চট্টোপাধ্যায় দাবি করলেন, মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন৷
এসএসসি দুর্নীতি কাণ্ডে গত শনিবার ইডি-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ সামনে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম৷ অর্পিতার বাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ২২ কোটি টাকা৷ গোটা ঘটনায় চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয় শাসক দল এবং রাজ্য সরকার৷ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই মন্ত্রিসভা থেকে তাঁকে অপসারণের দািব ওঠে৷ এই ঘটনাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল তুলতে শুরু করে বিরোধীরা৷
advertisement
advertisement
এর পরই সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও তিনি বলেন, 'অন্যায় করলে আমি বিধায়ক, সাংসদ, মন্ত্রী- কাউকে রেয়াত করি না৷ দোষ প্রমাণিত হলে একশো বছর কারাদণ্ড হলেও আমার আপত্তি নেই৷'
advertisement
আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারে নাকতলা উদয়ন সংঘের পুজোয় প্রভাব পড়বে না, জানাচ্ছেন ক্লাবের কর্মকর্তারা
এ দিন সকালে ভুবনেশ্বর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় ফেরে ইডি৷ বিমাবন্দর থেকে বেরনোর সময় সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান পার্থর কাছে৷ হুইলচেয়ারে বসে পার্থ সংক্ষিপ্ত জবাব দিয়ে বলেন, 'ঠিকই বলেছে৷'
advertisement
প্রসঙ্গত, দলীয় ভাবে তৃণমূল অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের পাশে থাকারই বার্তা দিয়েছে৷ অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত পার্থর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করা হবে না বলেও দলের তরফে জানানো হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2022 3:11 PM IST