Partha Chatterjee and Arpita Mukherjee: ইচ্ছে এবং বিশ্রাম! বারুইপুরের দুই বাগান বাড়ির সঙ্গে জড়িয়ে গেল পার্থ- অর্পিতার নাম

Last Updated:
বারুইপুরের এই দুই বাগান বাড়িতেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় মাঝেমধ্যে আসতেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের৷
1/6
দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া সম্পত্তির খোঁজ মিলল৷ এই দু'টি বাড়ির মধ্যে একটি পার্থ চট্টোপাধ্যায়ের৷ দ্বিতীয়টি অর্পিতা মুখোপাধ্যায় লিজ নিয়েিছলেন বলে খবর৷
দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া সম্পত্তির খোঁজ মিলল৷ এই দু'টি বাড়ির মধ্যে একটি পার্থ চট্টোপাধ্যায়ের৷ দ্বিতীয়টি অর্পিতা মুখোপাধ্যায় লিজ নিয়েিছলেন বলে খবর৷
advertisement
2/6
বারুইপুরের এই দুই বাগান বাড়িতেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় মাঝেমধ্যে আসতেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের৷ ধোপাগাছির বাড়িতে গাছের চারাগুিলরও নিজের হাতে দেখাশোনা করতেন অর্পিতা৷
বারুইপুরের এই দুই বাগান বাড়িতেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় মাঝেমধ্যে আসতেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের৷ ধোপাগাছির বাড়িতে গাছের চারাগুিলরও নিজের হাতে দেখাশোনা করতেন অর্পিতা৷
advertisement
3/6
অন্যদিকে বারুইপুরের পুড়িরবাগান এলাকায় তিন বিঘা জমির উপরে দোতলা একটি বাড়িও পার্থ চট্টোপাধ্যায়ের বলে দাবি স্থানীয়দের৷ বাড়ির ভিতরে পুকুর এবং স্নানের ঘাটও রয়েছে৷
অন্যদিকে বারুইপুরের পুড়িরবাগান এলাকায় তিন বিঘা জমির উপরে দোতলা একটি বাড়িও পার্থ চট্টোপাধ্যায়ের বলে দাবি স্থানীয়দের৷ বাড়ির ভিতরে পুকুর এবং স্নানের ঘাটও রয়েছে৷
advertisement
4/6
পুড়িরবাগানের এই বাড়িটির নাম বিশ্রাম৷ বাড়ি গেট তালাবন্ধ থাকলেও গেটের একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনীর নাম েলখা রয়েছে৷
পুড়িরবাগানের এই বাড়িটির নাম বিশ্রাম৷ বাড়ি গেট তালাবন্ধ থাকলেও গেটের একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনীর নাম েলখা রয়েছে৷
advertisement
5/6
বাড়ির ভিতরে সাজানো বাগান রয়েছে৷ এই বাড়িতে স্থানীয় নেতাদের নিয়েও পার্থ চট্টোপাধ্যায় আসতেন বলে দাবি এলাকার বাসিন্দাদের৷
বাড়ির ভিতরে সাজানো বাগান রয়েছে৷ এই বাড়িতে স্থানীয় নেতাদের নিয়েও পার্থ চট্টোপাধ্যায় আসতেন বলে দাবি এলাকার বাসিন্দাদের৷
advertisement
6/6
ঘটনাচক্রে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি যে যে নথি উদ্ধার করেছে, তার মধ্যেও ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার খোঁজ মিলেছে৷ আবার বারুইপুরের এই দু'টি বাগানবাড়ির মধ্যে একটির নামও ইচ্ছে৷
ঘটনাচক্রে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি যে যে নথি উদ্ধার করেছে, তার মধ্যেও ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার খোঁজ মিলেছে৷ আবার বারুইপুরের এই দু'টি বাগানবাড়ির মধ্যে একটির নামও ইচ্ছে৷
advertisement
advertisement
advertisement