এসএসসি দুর্নীতি কাণ্ডে গত শনিবার ইডি-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ সামনে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম৷ অর্পিতার বাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ২২ কোটি টাকা৷ গোটা ঘটনায় চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয় শাসক দল এবং রাজ্য সরকার৷ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই মন্ত্রিসভা থেকে তাঁকে অপসারণের দািব ওঠে৷ এই ঘটনাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল তুলতে শুরু করে বিরোধীরা৷
advertisement
আরও পড়ুন: ইচ্ছে এবং বিশ্রাম! বারুইপুরের দুই বাগান বাড়ির সঙ্গে জড়িয়ে গেল পার্থ- অর্পিতার নাম
এর পরই সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও তিনি বলেন, 'অন্যায় করলে আমি বিধায়ক, সাংসদ, মন্ত্রী- কাউকে রেয়াত করি না৷ দোষ প্রমাণিত হলে একশো বছর কারাদণ্ড হলেও আমার আপত্তি নেই৷'
আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারে নাকতলা উদয়ন সংঘের পুজোয় প্রভাব পড়বে না, জানাচ্ছেন ক্লাবের কর্মকর্তারা
এ দিন সকালে ভুবনেশ্বর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় ফেরে ইডি৷ বিমাবন্দর থেকে বেরনোর সময় সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান পার্থর কাছে৷ হুইলচেয়ারে বসে পার্থ সংক্ষিপ্ত জবাব দিয়ে বলেন, 'ঠিকই বলেছে৷'
প্রসঙ্গত, দলীয় ভাবে তৃণমূল অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের পাশে থাকারই বার্তা দিয়েছে৷ অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত পার্থর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করা হবে না বলেও দলের তরফে জানানো হয়েছে৷