TRENDING:

Partha Chatterjee on Mamata Banerjee: 'ঠিক বলেছে', ছোট্ট জবাবে মমতার অবস্থানেই সায় দিলেন পার্থ

Last Updated:

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই মন্ত্রিসভা থেকে তাঁকে অপসারণের দািব ওঠে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনুপ চক্রবর্তী, কলকাতা: সোমবারই এসএসসি দুর্নীতি বিতর্কে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির পক্ষে তিনি৷ দল এবং সরকার যে সেক্ষেত্রে কাউকেই রেয়াত করবে না, এমনও দাবি করেন মমতা৷ আজ ভুবনেশ্বর থেেক কলকাতায় ফিরে পার্থ চট্টোপাধ্যায় দাবি করলেন, মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন৷
মমতার মতেই সায় পার্থর৷
মমতার মতেই সায় পার্থর৷
advertisement

এসএসসি দুর্নীতি কাণ্ডে গত শনিবার ইডি-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ সামনে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম৷ অর্পিতার বাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ২২ কোটি টাকা৷ গোটা ঘটনায় চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয় শাসক দল এবং রাজ্য সরকার৷ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই মন্ত্রিসভা থেকে তাঁকে অপসারণের দািব ওঠে৷ এই ঘটনাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল তুলতে শুরু করে বিরোধীরা৷

advertisement

আরও পড়ুন: ইচ্ছে এবং বিশ্রাম! বারুইপুরের দুই বাগান বাড়ির সঙ্গে জড়িয়ে গেল পার্থ- অর্পিতার নাম

এর পরই সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেও তিনি বলেন, 'অন্যায় করলে আমি বিধায়ক, সাংসদ, মন্ত্রী- কাউকে রেয়াত করি না৷ দোষ প্রমাণিত হলে একশো বছর কারাদণ্ড হলেও আমার আপত্তি নেই৷'

advertisement

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারে নাকতলা উদয়ন সংঘের পুজোয় প্রভাব পড়বে না, জানাচ্ছেন ক্লাবের কর্মকর্তারা 

এ দিন সকালে ভুবনেশ্বর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় ফেরে ইডি৷ বিমাবন্দর থেকে বেরনোর সময় সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান পার্থর কাছে৷ হুইলচেয়ারে বসে পার্থ সংক্ষিপ্ত জবাব দিয়ে বলেন, 'ঠিকই বলেছে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

প্রসঙ্গত, দলীয় ভাবে তৃণমূল অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের পাশে থাকারই বার্তা দিয়েছে৷ অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত পার্থর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করা হবে না বলেও দলের তরফে জানানো হয়েছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee on Mamata Banerjee: 'ঠিক বলেছে', ছোট্ট জবাবে মমতার অবস্থানেই সায় দিলেন পার্থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল