মুখোমুখি জেরায় কী কী জিগ্যেস করে তথ্য উঠে এল? ইডি সূত্রে জানা গিয়েছে, ED অফিসাররা পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতাকে দেখিয়ে বলেন, আপনি কি এনাকে চেনেন? পার্থর উত্তর, ''না তেমন ভাবে চিনি না।''
আরও পড়ুন: 'বাঁচবে না কেউ', মমতা-মোদি বৈঠকের আগে পিনারাই বিজয়নের তুলনা টানলেন সুকান্ত মজুমদার
ED অফিসারদের পাল্টা প্রশ্ন, ''তাহলে কী ভাবে চেনেন?'' পার্থর উত্তর, ''মাঝে মাঝে দেখেছি , অনেকেই আসত।''ED-র পাল্টা প্রশ্ন, ''উনি আপনার খুব ক্লোজ?'' পার্থর উত্তর, ''না, নাকতলা পুজোর সময় দেখেছি।''
advertisement
আরও পড়ুন: সুদীপ্ত সেনের কী করুণ পরিণতি! জামিন পেয়েও টাকার অভাবে সেই পুলিশি হেফাজতেই
এখানেই শেষ নয়, ED-র প্রশ্ন, ''ওনার (অর্পিতার) বাড়িতে যে টাকা পাওয়া গেছে। আপনি জানেন?'' পার্থ বলেন, ''শুনেছি।'' সেই সময়ই ইডি আধিকারিকরা বলেন, ''এটা কি আপনার টাকা?'' পার্থর উত্তর, ''একদমই না।''ED -র পাল্টা প্রশ্ন, ''তাহলে কার টাকা?'' পার্থর উত্তর, ''জানি না।''
জেরার গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে। ইডির
অভিযোগ, তথ্য প্রমাণ এক কথা বলছে। পার্থ অন্য কথা বলছেন। ইডির অভিযোগ পার্থ তথ্য গোপন করার চেষ্টা করছে, এবং কোর্টে এই কথা জানাবে তারা। ইডি সূত্রে এমনই খবর।