TRENDING:

Partha Chatterjee ‍| Arpita Mukherjee: অর্পিতাকে কতটা চেনেন? পার্থর জবাবে ইডি আধিকারিকদের মাথায় হাত!

Last Updated:

Partha Chatterjee ‍| Arpita Mukherjee: ইডি সূত্রে জানা গিয়েছে, ED অফিসাররা পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতাকে দেখিয়ে বলেন, আপনি কি এনাকে চেনেন? পার্থর উত্তর, ''না তেমন ভাবে চিনি না।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অবশেষে মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার প্রায় আড়াই ঘন্টার বেশি সময় তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার প্রথম দফায় দুজনকে আলাদা করার জিজ্ঞাসাবাদ করা হয়। মুখোমুখি জিজ্ঞাসাবাদেও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সেই ভাবে সহযোগিতা করেনননি বলে জানা গিয়েছে ইডি সূত্রে। একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে চুপ করে বসে ছিলেন পার্থ (Partha Arpita ED Interrogation)। শুক্রবার তাই ফের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করেন ইডি আধিকারিকরা।
পার্থর জবাবে অবাক ইডি!
পার্থর জবাবে অবাক ইডি!
advertisement

মুখোমুখি জেরায় কী কী জিগ্যেস করে তথ্য উঠে এল? ইডি সূত্রে জানা গিয়েছে, ED অফিসাররা পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতাকে দেখিয়ে বলেন, আপনি কি এনাকে চেনেন? পার্থর উত্তর, ''না তেমন ভাবে চিনি না।''

আরও পড়ুন: 'বাঁচবে না কেউ', মমতা-মোদি বৈঠকের আগে পিনারাই বিজয়নের তুলনা টানলেন সুকান্ত মজুমদার

ED অফিসারদের পাল্টা প্রশ্ন, ''তাহলে কী ভাবে চেনেন?'' পার্থর উত্তর, ''মাঝে মাঝে দেখেছি , অনেকেই আসত।''ED-র পাল্টা প্রশ্ন, ''উনি আপনার খুব ক্লোজ?'' পার্থর উত্তর, ''না, নাকতলা পুজোর সময় দেখেছি।''

advertisement

আরও পড়ুন: সুদীপ্ত সেনের কী করুণ পরিণতি! জামিন পেয়েও টাকার অভাবে সেই পুলিশি হেফাজতেই

এখানেই শেষ নয়, ED-র প্রশ্ন, ''ওনার (অর্পিতার) বাড়িতে যে টাকা পাওয়া গেছে। আপনি জানেন?'' পার্থ বলেন, ''শুনেছি।'' সেই সময়ই ইডি আধিকারিকরা বলেন, ''এটা কি আপনার টাকা?'' পার্থর উত্তর, ''একদমই না।''ED -র পাল্টা প্রশ্ন, ''তাহলে কার টাকা?'' পার্থর উত্তর, ''জানি না।''

advertisement

জেরার গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে। ইডির

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

অভিযোগ, তথ্য প্রমাণ এক কথা বলছে। পার্থ অন্য কথা বলছেন। ইডির অভিযোগ পার্থ তথ্য গোপন করার চেষ্টা করছে, এবং কোর্টে এই কথা জানাবে তারা। ইডি সূত্রে এমনই খবর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee ‍| Arpita Mukherjee: অর্পিতাকে কতটা চেনেন? পার্থর জবাবে ইডি আধিকারিকদের মাথায় হাত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল