যদিও এর আগে একাধিক তৃণমূল নেতাকে বহিষ্কার করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। এর আগে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির ২ সদস্য লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সাংবাদিক সম্মেলন করে জানান, ৩০ জনকে দল থেকে বহিষ্কার করেন। এর আগে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল, নির্দল প্রার্থীর মনোনয়ন পত্র না প্রত্যাহার করলে কড়া ব্যবস্থা নেবে দল। এর আগে একসঙ্গে ১৮৯ জন তৃণমূলকর্মীকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
advertisement
আরও পড়ুন, প্রাণহানি, বিপর্যস্ত যোগাযাগ, বন্ধ স্কুল! প্রবল বর্ষণে বিধ্বস্ত এই রাজ্যগুলি
আরও পড়ুন, আর অপেক্ষা নয়, বৃহস্পতিতেই হাসপাতালে ভর্তি হচ্ছেন মমতা! হবে অপারেশন
তৃণমূল নেতৃত্বের তরফে এদিন একটি তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, কোন জেলা থেকে কত জন কর্মীকে তাঁরা দল থেকে সাসপেন্ড করছেন। বীরভূম থেকে ১৫, হুগলি থেকে ২৫, হাওড়া থেকে ১৩, ঝাড়গ্রাম থেকে ১৪, মুর্শিদাবাদ ২৫, পূর্ব মেদিনীপুর থেকে ৫৮ জন এবং পশ্চিম মেদিনীপুর থেকে ৩৯ জন। সব মিলিয়ে মোট ১৮৯ জন।