এমনকি বিধানসভা ভোটেও খারাপ ফল হয়েছে এই এলাকায়৷ বিশেষ করে রাণাঘাট ও বনগাঁর ফল নিয়ে যথেষ্ট চিন্তায় তৃণমূল কংগ্রেস।এই অবস্থায় আজ, রবিবার ঠাকুরবাড়িতে যাবেন অভিষেক। বিজেপি শিবির ইতিমধ্যেই CAA নিয়ে সুর চড়াতে শুরু করেছে। যার প্রভাব মতুয়া ভোট ব্যাঙ্কের ওপর পড়বে বলে মত রাজনৈতিক মহলের।
advertisement
আরও পড়ুন: দিল্লি থেকে চাওয়া হল ফুটেজ, অভিষেক মঙ্গলবার হাজির না হলে কী হবে? ইডি-র অন্দরে ঝড়
নদিয়া জেলার ১৭ বিধানসভা আসনের মধ্যে মতুয়া ফ্যাক্টর একাধিক বিধানসভায়। রাণাঘাট উত্তর-পূর্ব, রাণাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ আসনে ৪০% মতুয়া ভোট। মতুয়া প্রভাব আছে শান্তিপুর ও চাকদহ আসনেও। ২০১৯ ও ২০২১ সালে ফল খারাপ হয় তৃণমূলের। এই জেলার রাণাঘাট লোকসভা আসন হাতছাড়া হয়। সীমান্তবর্তী এলাকায় নমঃশূদ্র ভোটেও নজর বিজেপির। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে এই জেলায় ভাল ফল করে তৃণমূল কংগ্রেস। যদিও বিরোধীদের অভিযোগ ছিল, ভোট যযথাযথ হয়নি।
আরও পড়ুন: রাতের খড়গপুরে লাইনচ্যুত লোকাল ট্রেন, চিৎকার-কান্না, শয়ে শয়ে যাত্রী ছুটলেন স্টেশনের দিকে
পঞ্চায়েতে এই ভাল ফল বদলে যায় ২০১৯ এর লোকসভা ভোটে। নদিয়া জেলার দুই লোকসভা আসনের মধ্যে কৃষ্ণনগর আসন তৃণমূল কংগ্রেস জিতলেও, বিজেপি পায় রাণাঘাট আসন। ২০১৯ লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী ১১ বিধানসভা আসনে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এগিয়ে ছিল মাত্র ৬’টিতে। ২০২১ এর বিধানসভা ভোটে, জোর লড়াই হয় তৃণমূল-বিজেপির। শান্তিপুর উপনির্বাচন জিতে ৯’টি বিধানসভায় জয় হয়েছে তৃণমূলের।
বিজেপির হাতে ৮ বিধানসভা আসন থাকলেও, দূরত্ব বাড়িয়ে নিয়েছেন বিজেপির প্রতীকে জেতা বিধায়ক মুকুল রায়। ফলে বিধানসভা ভিত্তিক লড়াইয়ে জোর দিচ্ছে শাসক দল। অন্যদিকে বনগাঁ, গাইঘাটা, বাগদা সব এলাকায় খারাপ ফল হয় তৃণমূলের। মতুয়াদের পাশে আছি এই বার্তা দিলেও আদপে কতটা পাশে মতুয়ারা আছে তা বোঝা যাবে আসন্ন পঞ্চায়েত ভোটে।