West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
যে স্ট্রাইকিং ফোর্স বা মোবাইল ফোর্স নজরদারির জন্য তৈরি করা হবে সেই পরিকল্পনাও গুরুত্ব দিয়ে করতে হবে। গুরুত্ব দিয়ে করতে হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পরিকল্পনাও। যেহেতু বুটে হাফ সেকশন অর্থাৎ চারজন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করতে হবে, তাই কীভাবে তা মোতায়েন হবে, খুব শীঘ্রই তার বিস্তারিত দেওয়া হবে।
advertisement
রাজ্য নির্বাচন কমিশনারের নির্দেশ বিভিন্ন জেলার জেলার পঞ্চায়েত ইলেকশন অফিসারদের। গতকাল গভীর রাতে এই নির্দেশ দিয়েছেন খোদ রাজ্য নির্বাচন কমিশনার বলেই কমিশন সূত্রে খবর।
আরও পড়ুন: ‘আমি এখন…’, ইডির ডাক উপেক্ষা করে এ কী বললেন সায়নী ঘোষ! তোলপাড় বাংলা
পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে দিল রাজ্য নির্বাচন কমিশন৷ একটি বুথে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, কত রাজ্যের বাহিনী থাকবে, তা নিয়ে নানারকম ধন্দ্ব ছিল, সেই বিষয়টি স্পষ্ট করে দিল কমিশন৷ কমিশনের তরফ থেকে জানানো হল, একজন করে রাজ্যের বাহিনী ও একজন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী থাকবে৷ সেই বিষয়েই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: মলয়ের পথ ধরলেন সায়নী, চিঠিতে উল্লেখ সেই ‘একই কথা’! সকলকে চমকে দিলেন তৃণমূল নেত্রী
এর আগে বাহিনী দেওয়া নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা কার্যত পরিস্কার হয়ে গেল৷ নির্দেশে বলা হয়েছে, কেবলমাত্র বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ সিভিক ভলেন্টিয়ারর থাকবেন ভোটের সময় লাইন বজায় রাখার জন্য৷ এ ছাড়া মোবাইল ভ্যানে, অর্থাৎ ভ্রাম্যমাণ কোনও নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী থাকছে না৷
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে হবে, সেই দাবি তুলেছিল বিরোধীরা৷ সেই নেই আদালতে মামলাও হয়৷ আদালত নির্দেশ দেয়৷ আদালতের নির্দেশের ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করে৷ সেই মতো বেশ কয়েকধাপে রাজ্যে বাহিনী এসে পৌঁছয়৷