TRENDING:

Panchayat Election 2023: পঞ্চায়েতে মঙ্গলবার তিনটে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার ৪৮৭১, বিজেপি ১,৫০৩, তৃণমূল ১,১০৭

Last Updated:

Panchayat Election 2023: তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিপিএম, সিপিএমের মোট ১ হাজার ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরেও তা প্রত্যাহার করে নিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হিংসাদীর্ণ পঞ্চায়েতের মনোনয়ন পর্বের শেষ হল মঙ্গলবার৷ এর আগে মনোনয়ন জমা দেওয়ার দিন শেষ হয়েছিল, এ বার মঙ্গলবার শেষ হল মনোনয়ন প্রত্যাহারের দিনও৷ আর তার পরেই প্রকাশ্যে এল মোট প্রত্যাহারের সংখ্যা৷ নির্বাচন কমিশন সূত্রে যে সংখ্যা পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, এ বারে নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের তালিকায় সবার আগে রয়েছে বিজেপি৷ সেখানে সংখ্যাটি ১,৫০৩৷ আর তার পরেই রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের সংখ্যাটি ১,১০৭৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিপিএম, সিপিএমের মোট ১ হাজার ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরেও তা প্রত্যাহার করে নিয়েছেন৷ কংগ্রেসের ক্ষেত্রে সংখ্যাটি ৩৮৩৷ মোট ৬৭০ জন নির্দল প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ এ ছাড়া বাম জোটসঙ্গী ফরওয়ার্ড ব্লকের ৩৭ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷

আরও পড়ুন:নিজে প্রার্থী, অথচ দেওয়াল লিখছেন বিরোধী প্রার্থীদের হয়ে! আজব কাণ্ড কারণ কী জানেন?

advertisement

আরও পড়ুন: জেলে এমন কী হচ্ছে তাঁর সঙ্গে? বিচারকের কাছে বিস্ফোরক অর্পিতা! চমকে উঠল সকলে

অন্য দিকে এদিনই, হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্টও বলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই পঞ্চায়েত ভোট করতে হবে৷ শীর্ষ আদালতের এই নির্দেশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠায় রাজ্য নির্বাচন কমিশন৷ তবে যে পরিমাণ বাহিনী কমিশন চেয়েছে, তাতে কাজের কাজ কতটা হবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নলেন গুড় প্রেমীদের জন্য খারাপ খবর! কার্তিকেও অধরা খেজুর রস, অপেক্ষা করতে হবে আর কত দিন?
আরও দেখুন

রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি জেলার জন্য এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে৷ অর্থাৎ মোট বাইশটি জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷ রাতের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এবং দ্রুত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: পঞ্চায়েতে মঙ্গলবার তিনটে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার ৪৮৭১, বিজেপি ১,৫০৩, তৃণমূল ১,১০৭
Open in App
হোম
খবর
ফটো
লোকাল