তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিপিএম, সিপিএমের মোট ১ হাজার ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরেও তা প্রত্যাহার করে নিয়েছেন৷ কংগ্রেসের ক্ষেত্রে সংখ্যাটি ৩৮৩৷ মোট ৬৭০ জন নির্দল প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ এ ছাড়া বাম জোটসঙ্গী ফরওয়ার্ড ব্লকের ৩৭ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷
আরও পড়ুন:নিজে প্রার্থী, অথচ দেওয়াল লিখছেন বিরোধী প্রার্থীদের হয়ে! আজব কাণ্ড কারণ কী জানেন?
advertisement
আরও পড়ুন: জেলে এমন কী হচ্ছে তাঁর সঙ্গে? বিচারকের কাছে বিস্ফোরক অর্পিতা! চমকে উঠল সকলে
অন্য দিকে এদিনই, হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্টও বলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই পঞ্চায়েত ভোট করতে হবে৷ শীর্ষ আদালতের এই নির্দেশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠায় রাজ্য নির্বাচন কমিশন৷ তবে যে পরিমাণ বাহিনী কমিশন চেয়েছে, তাতে কাজের কাজ কতটা হবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা৷
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি জেলার জন্য এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে৷ অর্থাৎ মোট বাইশটি জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷ রাতের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এবং দ্রুত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে৷
