Check West Bengal Panchayat Election 2023 Result (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) LIVE
মনোনয়ন প্রত্যাহারের দিন ২০ জুন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকা ধরে ভোট হবে । মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, ‘আজকের প্রেস কনফারেন্সের পরেই রাত ১০ টার পর কোনও প্রচার হবে না। রাজীব সিনহা বলেন, গোটা রাজ্যে এক দফাতেই ভোট হবে। আজ থেকে লাগু হচ্ছে নির্বাচনী আচরণবিধি। ভোটকর্মীদের প্রশিক্ষণের কাজ এখনও শুরু হয়নি।’
advertisement
তবে পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়ে স্পষ্ট কিছু উত্তর দেননি রাজীব সিনহা। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখা উচিত।’ তিনি আরও জানান, ‘সম্ভবত ১১ জুলাই গণনার সম্ভাবনা।’
আরও পড়ুন, অনুব্রত-সুকন্যার আর শান্তি নেই! এবার এমন জায়গায় পৌঁছল সিবিআই, চরম আতঙ্কে কেষ্ট
আরও পড়ুন, নন্দীগ্রাম নিয়ে এবার হাইকোর্টে শুভেন্দু! ১৬ তারিখ কী হবে, পারদ চড়ছে দ্রুত
প্রসঙ্গত, মাত্র ২৪ ঘণ্টা আগেই রাজ্যের নির্বাচন কমিশনের নতুন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন রাজীব সিনহা। বুধবার দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। রাজ্য সরকার নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নাম প্রস্তাব করে পাঠিয়েছিল। কিন্তু প্রথমে রাজ্যপাল সেই প্রস্তাবে অনুমোদন দেননি। রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং নবান্নের মধ্যে এই নিয়ে টানাপোড়েনের পর শেষ পর্যন্ত রাজভবনের সবুজ সংকেত মেলায় রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সেই রাজীব সিনহাই।