রাজভবনে পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে অভিযোগগুলি তাদের কাছে এসেছে তারা প্রত্যেকটি অভিযোগ রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন কে পাঠিয়ে দিচ্ছে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। ইতিমধ্যেই কয়েকটি অভিযোগে পদক্ষেপও নেওয়া হয়েছে বলেও জানিয়েছে রাজভবন। রাজভবনের আধিকারিকদের দাবি রাজভবনের পিস রুম এখন অ্যাকশন রুমে পরিণত হয়েছে।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের মুখে স্থগিত শিক্ষকদের বদলি প্রক্রিয়া! জানাল রাজ্য স্কুল শিক্ষা দফতর
advertisement
গত সোমবার রাজভবনের পিস রুম পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাজ্যপাল এক দফা ঘুরে দেখেন পিস রুম। রাজভবন সূত্রে খবর ৫০০-এর কাছাকাছি অভিযোগ এসেছে রাজভবনের পিস রুমে।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের মুখেই ভাঙন তৃণমূলে! মালদহে শাসকদলকে বড় ধাক্কা বিজেপির
রাজভবনের এক আধিকারিকের বলেন “রাজভবনের ইতিহাস এই ধরনের কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।” পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে ইমেল ও ফোন করে যে কোন অভিযোগ জানানো যাচ্ছে, রাজভবনের পিস রুমে। নির্বাচন চলাকালীন সময়ে এটি খোলা থাকবে বলেও জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল সিভি আনন্দ বোস গত সোমবার অবশ্য জানান এত সংখ্যক ফোন আসছে মানে রাজ্যে হিংসার ঘটনা প্রচুর হচ্ছে তা নয়।
পাশাপাশি রাজ্যপাল গত সোমবার এও জানান যে অভিযোগ গুলি আসছে তা রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যকে পাঠানো হচ্ছে। অভিযোগ গুলি প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশন আদালতের নির্দেশ মেনে ২২ টি জেলায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার বলেন “গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে।”
সোমরাজ বন্দ্যোপাধ্যায়