TRENDING:

Suvendu Adhikari: 'বদলও হবে, বদলাও হবে', খগেন মুর্মুর উপর হামলা নিয়ে প্রতিবাদ মিছিলে হুশিয়ারি শুভেন্দুর 

Last Updated:

Suvendu Adhikari: খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় শাসকদলের উপর আরও চাপ বাড়াতে আসরে রাজ্য বিজেপি। বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করল গেরুয়া শিবির। আর এই মিছিলে দেখা গেল বঙ্গ বিজেপির তাবড় তাবড় নেতাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় শাসকদলের উপর আরও চাপ বাড়াতে আসরে রাজ্য বিজেপি। বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করল গেরুয়া শিবির। আর এই মিছিলে দেখা গেল বঙ্গ বিজেপির তাবড় তাবড় নেতাদের। একদিকে, খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সরব হলেন তাঁরা।
 "বদলও হবে, বদলাও হবে।" - হুশিয়ারি শুভেন্দু অধিকারীর 
 "বদলও হবে, বদলাও হবে।" - হুশিয়ারি শুভেন্দু অধিকারীর 
advertisement

নাগরাকাটা কাণ্ডে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আসরে রাজ্য বিজেপি। ২৬-এর ভোটে বদলের পাশাপাশি বদলার হুঙ্কার শুভেন্দু অধিকারীর। বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণের ঘটনায় শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন: রাজনীতি, সাংবাদিকতার পরে ব্রাত্য বসুর পরিচালনায় এবার অভিনয়ে কুণাল ঘোষ! কোন ছবিতে থাকছেন?

advertisement

এদিনের মিছিলে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা রাহুল সিনহা, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব। মিছিল শেষে শুভেন্দুর হুঙ্কার, “গত বেশ কয়েকমাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক আক্রমণের শিকার হচ্ছেন বিজেপির নেতানেত্রীরা। এই সরকার আদিবাসী বিরোধী। মিছিল শেষ মানে আন্দোলন শেষ নয়, আজ আন্দোলনের শুরু। বদলা চাইলে বদল করতে হবে। ছাব্বিশে বদল হলে সুদে আসলে আমরা বদলা নেব।”

advertisement

আরও পড়ুন: এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্রকে চ্যালেঞ্জ ৯২ হাজার পরীক্ষার্থীর! কী হবে এবার?

অন্যদিকে, উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ দুর্যোগের পর ত্রাণ বণ্টনের কাজ খতিয়ে দেখতে গিয়েছেন তিনি। আজ দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। গুরুত্বপূর্ণ এই বৈঠকে দুর্যোগ বিধ্বস্ত এলাকাগুলিতে ত্রাণ বন্টন থেকে শুরু করে ক্ষয়ক্ষতির হিসাব পর্যালোচনা করেন তিনি। সেই সঙ্গে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে আরও একবার পড়শি দেশ ভুটানের সমালোচনায় সরব হন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে
আরও দেখুন

এদিন মিছিল শেষে শুভেন্দু বলেন, “গত বেশ কয়েকমাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক আক্রমণের শিকার হচ্ছেন। এই সরকার আদিবাসী বিরোধী। মিছিল শেষ মানে আন্দোলন শেষ নয়। আজ আন্দোলনের শুরু। বদলা চাইলে বদল করতে হবে। ছাব্বিশে বদল হলে সুদে আসলে আমরা বদলা নেব।” কালীপুজোর পর আদিবাসী সংগঠনগুলিকে রাস্তায় নামার ডাক দিলেন শুভেন্দু। একইসঙ্গে বলে দিলেন, “বদলও হবে, বদলাও হবে।” তবে আগামী দিনে রাজ্য রাজনীতিতে বদল ও বদলা প্রসঙ্গ যে অন্য মাত্রা যোগ করতে চলেছে সেকথা বলার অপেক্ষা রাখে না।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'বদলও হবে, বদলাও হবে', খগেন মুর্মুর উপর হামলা নিয়ে প্রতিবাদ মিছিলে হুশিয়ারি শুভেন্দুর 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল