Baisaran Valley In Bengal: হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য্যের ডালি নিয়ে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Baisaran Valley In Bengal: কাশ্মীরের বৈসরন ভ্যালির মতই প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া বেলপাহাড়ির এই স্থান
advertisement
1/7

ঝাড়গ্রাম: শীতকালে সকলে কাশ্মীর ঘুরতে যেতে পছন্দ করে অনেকে। চিৎকার-কোলাহলের বাইরে এক ফালি আনন্দের জন্য সকলের পছন্দ জঙ্গলে ঘেরা গ্রাম কিংবা সবুজে ঘেরা কোনও ঘোরার জায়গা। সারাদিনের ক্লান্তি ভুলে অন্তত একদিনের জন্য ঘুরে যেতে পারেন জঙ্গলমহলের এই জায়গা থেকে। পাবেন পেহেলগাঁও ঘোরার স্বাদ। ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁও-এর বৈসরন ভ্যালির মতই প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া রয়েছে ঝাড়গ্রামের বেলপাহাড়ির এই স্থান। পর্যটকেরা এই স্থানের বৈসরন ভ্যালির মিল খুঁজে পান অনেকে একে মিনি পহেলগাঁও বলছেন।
advertisement
2/7
এখানে পাহাড়ের আনাচে-কানাচে সাদা বরফ দেখা না গেলেও প্রকৃতির অপরূপ রূপে আকৃষ্ট হয়ে ওঠবেন যে কেউ। সবুজ ঘন অরণ্যে ঘেরা এই ল্যান্ডস্কেপের মাঝে, মাঝে রয়েছে ছোট ছোট টিলা। অবিরাম শোনা যায় হরিণ ও ময়ূরের ডাক। Photo Courtesy- facebook
advertisement
3/7
একেবারে সবুজে ভরা চারিদিকে পাহাড়, শান্ত নিরিবিলি পরিবেশ ঝাড়গ্রামের এই মিনি পেহেলগাঁও-এ। নেই কোনও কোলাহল। চারিদিক সারি, সারি শালের গাছ। কান পাতলেই শোনা যায় হরিণ ও ময়ূরের ডাক। এখানে নেই কোনও আতঙ্ক। প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যায় এই জায়গায়। ঝাড়গ্রামের এই মিনি পেহেলগাঁও এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বেলপাহাড়ি র পর্যটনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন স্থানীয়রা জায়গাটিকে চুহা ভ্যালি নামেই ডাকেন।
advertisement
4/7
সামনেই রয়েছে ডুলুং ও মাছকাঁদনার উপত্যকা। অনেকটা মিল রয়েছে বৈসরন উপত্যকার সঙ্গে৷ স্থানীয়রা বলেন, বেলপাহাড়ির এই জায়গাটি চুহা ভ্যালি নামেই পরিচিত তাদের কাছে। এই ভ্যালিটি বালিচুয়া, ওদলচুয়া, নোটাচুয়া, ঢাঙ্গিচুয়া ও কটুচুয়ার মাঝে অবস্থিত এই ভ্যালিটি। প্রকৃতির কোলে খুবই সুন্দর একটি জায়গা। কাশ্মীরের পেহেলগাঁও-এর মতই খানিকটা দেখতে।
advertisement
5/7
সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরেই আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গা। প্রায় প্রতিদিনই পর্যটকেরা এখানে বেড়াতে আসছেন। তাদেরও এই জায়গাটি ভীষণ ভাল লাগে। বাড়ির কাছেই এত সুন্দর একটি জায়গা থাকায় তারাও খুব খুশি।
advertisement
6/7
সম্প্রতি সোশ্যাল সাইটে এই মিনি পহেলগাঁও-এর ভিডিও ভাইরাল হওয়ার পরেই অফবিট এই জায়গায় পর্যটকদের ঢল নামতে দেখা যাচ্ছে। ভ্রমণপ্রেমীদের আকর্ষণের নতুন একটি জায়গা হয় উঠেছে প্রত্যন্ত জঙ্গলমহলের এই স্থান।
advertisement
7/7
এই মিনি পেহেলগাঁও। একদিকে যেমন পাথরের গা বেয়ে শান্ত জল পড়ার কুলুকুলু শব্দ, তেমনই সবুজে ঘেরা চারপাশ মুগ্ধ করবে আপনাকে। কাজের চাপ আর ক্লান্তি ভুলে একদিনের জন্য পরিবার, বন্ধুদের নিয়ে ঘুরতে দেখতে পারেন জঙ্গলমহল ঝাড়গ্রামের বেলপাহাড়ির এই স্থান। Input- Tanmay Nandi
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Baisaran Valley In Bengal: হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য্যের ডালি নিয়ে