বিজেপির অভিযোগ, ‘এই রাজ্যজুড়ে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কিছু নেই। কিছুদিন আগেই নাগরা কাটায় ত্রান বিলি করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। যার ফলে আজ আদিবাসী সমাজ পথে নেমেছে। যেখানে বিজেপি নেতারাও কলকাতায় সেই কর্মসূচিতে শামিল হয়েছেন।’ আর কলেজ স্কোয়ারে সেই কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় জবাব দিলেন সুকান্ত মজুমদার। এসআইআর নিয়ে বর্তমানে তৃণমূলের নেতারা যেভাবে বিজেপিকে শায়েস্তা করার হুমকি দিচ্ছেন, তার পাল্টা হুশিয়ারি দিলেন তিনি। এদিন কলেজ স্কোয়ারে বিজেপির কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই এসআইআর নিয়ে তৃণমূলের পক্ষ থেকে যে হুমকি দেওয়া হচ্ছে, তার পাল্টা মন্তব্য করেন তিনি।
advertisement
এসআইআর প্রসঙ্গে রাজ্যের শাসকদলের একাধিক নেতামন্ত্রী দের মুখে হুমকি শোনা যাচ্ছে বলে অভিযোগ বিজেপির। সেই হুমকির পাল্টা আসরে বঙ্গ বিজেপি নেতৃত্ব।