TRENDING:

One Person One Post in TMC: তৃণমূলে হঠাৎ 'এক ব্যক্তি এক পদ বিতর্ক', অনুমোদন করে না দল, মমতার নির্দেশে জানালেন ফিরহাদ

Last Updated:

বেলা বাড়তেই তাই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কড়া মনোভাবের কথা জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (One Person One Post)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তৃণমূলে হঠাৎই 'এক ব্যক্ত এক পদ বিতর্ক' (One Person One Post in TMC)৷ এ দিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের একাধিক নেতা নেত্রী দলের এক ব্যক্তি এক পদ নীতি কঠোর ভাবে লাগু করার দাবিতে পোস্ট করতে শুরু করেন৷ বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বেরও নজর এড়ায়নি৷
মমতার নির্দেশ জানালেন ফিরহাদ৷
মমতার নির্দেশ জানালেন ফিরহাদ৷
advertisement

বেলা বাড়তেই তাই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কড়া মনোভাবের কথা জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, দলে এক ব্যক্তি এক পদ নীতি প্রণয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ পাশাপাশি ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূল এক ব্যক্তি এক পদ নীতি (One Person One Post) সমর্থন করে না৷

advertisement

আরও পড়ুন: এ বার গরুপাচার কাণ্ডে অনুব্রতকে তলব করল সিবিআই

এ দিন সকাল থেকেই ফেসবুক, ট্যুইটারের মতো সামাজিক মাধ্যমে এক ব্যক্তি এক পদ নীতি প্রণয়নের দাবিতে সরব হন বিভিন্ন স্তরের একাধিক তৃণমূল নেতা৷ তাঁদের মধ্যে রাজ্য এবং জেলা স্তরে তৃণমূলের পরিচিত মুখ বেশ কয়েকজন নেতাও রয়েছেন৷ এমন কী, রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীও এই ট্যুইটার ওয়ালে 'এক ব্যক্তি এক পদ' সমর্থনে স্লোগান সহ ছবি দেন৷ দলের নেতানেত্রী সামাজিক মাধ্যমে এই ধরনের পোস্ট ঘিরে নানা রাজনৈতিক জল্পনা ছড়াতেও সময় লাগেনি৷ যা দলের শীর্ষ নেতৃত্বের অস্বস্তিও বাড়িয়ে দেয়৷

advertisement

আরও পড়ুন: মুকুল রায়ের ভবিষ্যত কী, শুক্রবারই স্পষ্ট হয়ে যেতে পারে সবটা

এই পরিস্থিতিতে এ দিন দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, 'যাঁরা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করছেন, তাঁরা সাধারণ মানুষের মতো দলীয় কর্মীদেরও বিভ্রান্ত করছেন৷ এই ধরনের পোস্ট করে থাকলে অনুরোধ করব তা সরিয়ে নিন৷ এক ব্যক্তি এক পদ নীতি তৃণমূল সমর্থন করে না৷ সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের পোস্ট না সরালে দল বিষয়টি নিয়ে আলোচনা করবে৷ দলের স্বার্থে এটা হচ্ছে না৷ দলের স্বার্থে দলের মধ্যেই কথা বলতে হবে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

ফিরহাদ হাকিম আরও বলেন, 'দলে এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যা নেওয়ার নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কারণ তিনি দলের নির্বাচিত চেয়ারপার্সন৷'

বাংলা খবর/ খবর/কলকাতা/
One Person One Post in TMC: তৃণমূলে হঠাৎ 'এক ব্যক্তি এক পদ বিতর্ক', অনুমোদন করে না দল, মমতার নির্দেশে জানালেন ফিরহাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল