সূত্রের খবর, আগামী ২২ শে ফেব্রুয়ারি শপথ নিতে পারেন ৪ পুরসভার মেয়র। মেয়র যেদিন শপথ গ্রহণ করবেন, সেদিনই নব নির্বাচিত জনপ্রতিনিধিরাও শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। জয়ের খবর পেয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন বিধাননগরের বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তৃণমূল নেত্রী প্রসঙ্গে বলতে গিয়ে বিদায়ী মেয়র জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে বটবৃক্ষের মতো। ফল প্রকাশের পর কৃষ্ণা প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানিয়েছিলেন, ''কৃষ্ণা তাঁর চিরকালের সাথী। আজকের সম্পর্ক তো নয়, ৮৪ সালে যখন যাদবপুর থেকে সাংসদ হয়ে দিল্লি গিয়েছিলাম, তখন কৃষ্ণা আমার সঙ্গে গিয়েছিল। ৫ বছর আমার সঙ্গে ছিল। আমি চাই, কারোর সঙ্গে কোনও বিদ্বেষ নয়। সবাই যাতে একসঙ্গে কাজ করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য।''
advertisement
আরও পড়ুন: সব জল্পনার অবসান, তৃণমূলে নিজের পুরনো পদেই ফিরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অপরদিকে, বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তও জয়ের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। সেইসঙ্গে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েও তাঁর সঙ্গে দেখা করেছিলেন। পাশাপাশি গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতেও। শেষমেশ অবশ্য চেয়ারম্যান হলেন সব্যসাচী।
আরও পড়ুন: বার ডান্সার বান্ধবীকে নিয়ে রাত সফর, বারুইপুরে প্রোমোটারের সঙ্গে হাড়হিম ঘটনা!
মেয়র পদের দৌড়ে তিনি আছেন কিনা, ফল প্রকাশের দিন এই প্রশ্নের উত্তরে কৃষ্ণা চক্রবর্তী বলেছিলেন, তিনি দৌড়তে পারেন না। বসে কাজ করতেই ভাল বাসেন। তিনি বলেছেন, কে মেয়র হবেন, সেটা তাঁর কাছে বড় কথা নয়, তাঁর কাছে দলের কর্মী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় জয় করাটাই বড় কথা। সেই জয় করার পুরস্কার হিসেবেই ফের একবার বিধাননগরের মেয়র পদে বসলেন কৃষ্ণা চক্রবর্তী।