TRENDING:

বাসযাত্রা এখন আরও সহজ! দূরপাল্লার বাসের টিকিট বুকিং অ্যাপের মাধ্যমে, রইল বিস্তারিত...

Last Updated:

গণপরিবহণে বিনোদনমূলক সফর এবং দূরপাল্লার বাতানুকূল ভলভো বাসের সফর যাত্রীদের কাছে পৌঁছে দিতে ‘ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন-ভার্সন ১.০’ নামের অ্যাপ তৈরি করেছে ডব্লুবিটিসি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গণপরিবহণে বিনোদনমূলক সফর এবং দূরপাল্লার বাতানুকূল ভলভো বাসের সফর যাত্রীদের কাছে পৌঁছে দিতে ‘ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন-ভার্সন ১.০’ নামের অ্যাপ তৈরি করেছে ডব্লুবিটিসি। যার মাধ্যমে দূরপাল্লার বাতানুকূল বাস, বিশেষ ট্রাম ও জলযানে ভ্রমণের টিকিট কাটা যাবে। এমনকি পুজোর সময়ে মণ্ডপ ঘুরতে বিশেষ বাস পরিষেবা বা গঙ্গাবক্ষে বিসর্জন দেখার জন্য ভেসেলে আসন সংরক্ষণের সুযোগও মিলবে একই অ্যাপ থেকে।
advertisement

তবে প্রতিদিন স্বল্প দূরত্বের রুটে রাজ্য পরিবহণ নিগমের যে সব বাস চলে, তার টিকিট অ্যাপ থেকে কাটা যাবে না। পরিবহণ দফতরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের অফিসারেরা জানিয়েছেন,খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড এবং অ্যাপল ফোনে এই সুবিধা পাওয়া যাবে। অ্যাপ ডাউনলোড করার পরে যাত্রীকে নিজের নাম নথিভুক্ত করতে হবে। ওটিপি এবং পাসওয়ার্ডের প্রক্রিয়া সম্পূর্ণ হলেই নির্দিষ্ট অ্যাপটি থেকে যাত্রীরা বুক করতে পারবেন।

advertisement

এই অ্যাপের মাধ্যমেই হবে টিকিট বুকিং।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ভেসেলে অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। বাসের ক্ষেত্রেও শীঘ্রই এই পরিষেবা চালু হবে। দূরপাল্লার বাসের এখনও পর্যন্ত ২২টি রুটকে এর আওতায় আনা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, বারাসত-দীঘা, করুণাময়ী-দীঘা, কলকাতা-বোলপুর, কলকাতা-পুরুলিয়া, বারাসত-আসানসোল, কলকাতা-দুর্গাপুর- আসানসোল, কলকাতা-জয়রামবাটি, কলকাতা-মায়াপুর প্রমুখ। পাশাপাশি, পূজা পরিক্রমা স্পেশাল বাসের বুকিং এই অ্যাপের মাধ্যমে করা যাবে। ট্রামের ক্ষেত্রে এই মুহূর্তে ‘পাটরানি’তে তা কার্যকর হবে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ ও বোট লাইব্রেরি এই দু’টি জলপথ মাধ্যম আপাতত এই অ্যাপে যুক্ত হবে। সময়ের সঙ্গে সঙ্গে তার অ্যাপের পরিসর আরও বৃদ্ধি করা হবে।

advertisement

ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজ্য পরিবহণ নিগমের মাধ্যমে। সংস্থার এক আধিকারিক জানাচ্ছেন রিয়েল টাইম ট্র‍্যাকার থাকার কারণে নির্দিষ্ট সময়ে বাস যেমন পাওয়া যাচ্ছে, তেমনি ভাবেই কোন স্টপেজে কখন বাস থাকছে সেটাও এবার জানা সহজ হয়ে যাবে। এছাড়া পথদিশার মাধ্যমে যেমন সময় জানা যায় তেমনই জানা সহজ হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
কলেজ পাশ যুবতীর আয়ের অভিনব আইডিয়া! বানাচ্ছেন উলের দুর্দান্ত সব জিনিস, হচ্ছে ভালই লাভ
আরও দেখুন

ABIR GHOSHAL

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাসযাত্রা এখন আরও সহজ! দূরপাল্লার বাসের টিকিট বুকিং অ্যাপের মাধ্যমে, রইল বিস্তারিত...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল