TRENDING:

মর্মান্তিক! ট্রেনের ধাক্কায় মৃত্যু, মৃতদেহের উপর দিয়েই চলল ট্রেন

Last Updated:

Accident || একই দিনে ট্রেনের ধাক্কায় মৃত ২৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা, সমীর মণ্ডল: বজবজ-শিয়ালদা শাখায় একই দিনে ট্রেনের ধাক্কায় মৃত ২৷ মৃতদেহের উপর দিয়েই চলল ট্রেন৷ মর্মান্তিক এই ঘটনায় শিউরে উঠেছে এলাকাবাসী৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

স্থানীয় সূত্রের খবর, বজবজ শিয়ালদা শাখার বজবজ থেকে শিয়ালদাগামী লাইনে, নুঙ্গি স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আলি হোসেন আনসারি (৬০)। বিহারের বাসিন্দা এই ব্যক্তি ১১ নম্বর রেলগেটের কাছে দীর্ঘ দিন ধরে চা বিক্রি করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বিকালে ওই ব্যক্তি রেললাইনে বসে থাকার সময় ট্রেন এসে যায়৷ তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। এক ঘণ্টা কেটে গেলেও রেল পুলিশের আধিকারিকেরা এসে না পৌঁছানোয় ওই মৃতদেহের উপর দিয়েই ট্রেন চলাচল করেছে।

advertisement

আরও পড়ুন: বোলপুর দাপাচ্ছে সিবিআই, হঠাৎ হাসপাতালে অনুব্রত মণ্ডল! তুমুল শোরগোল

আরও পড়ুন: পরেশের সঙ্গে কোনও যোগ নেই, নারকেলডাঙ্গা প্রসঙ্গে সুকান্তকে কাশীপুর মনে করালেন কুণাল

আরও পড়ুন: পুজোর আগে আর কত দিন বৃষ্টি চলবে কলকাতা ও অন্যান্য জেলায়, জানুন ওয়েদার আপডেট ও পূর্বাভাস

advertisement

অপরদিকে বেস ব্রিজ স্টেশনের আগেই রেলগেটের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই মহিলা রেললাইন ধরে বেসব্রিজ স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন৷ তখনই পিছন দিক থেকে ধাক্কা মারে বজ বজ থেকে শিয়ালদা গামী ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। মৃত মহিলার নাম অসীমা হালদার (৫০)। মৃত মহিলা বেহালার সুকান্তপল্লী এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশের আধিকারিকরা এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মর্মান্তিক! ট্রেনের ধাক্কায় মৃত্যু, মৃতদেহের উপর দিয়েই চলল ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল