TRENDING:

North Kolkata Shyampukur: ভুয়ো সুইসাইড নোট লিখেও শেষরক্ষা হল না,শ্যামপুকুরে স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর

Last Updated:

স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর! গত শনিবার শ্যামপুকুরে এক মহিলার মৃত্যু হয়।আত্মহত্যা বলে দাবি করে শ্বশুরবাড়ি। বাড়ি থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়। কিন্তু আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ ছিল মৃতের পরিবার। ময়নাতদন্তের রিপোর্টেও শ্বাসরোধের ইঙ্গিত মেলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর! গত শনিবার শ্যামপুকুরে এক মহিলার মৃত্যু হয়।আত্মহত্যা বলে দাবি করে শ্বশুরবাড়ি। বাড়ি থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়। কিন্তু আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ ছিল মৃতের পরিবার। ময়নাতদন্তের রিপোর্টেও শ্বাসরোধের ইঙ্গিত মেলে। রবিবার রাতে থানায় আত্মসমর্পণ করে স্বামী। গ্রেফতার মৃতের স্বামী সুমিত পুরকায়েত
স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর
স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর
advertisement

শ্যামপুকুরে গৃহবধূকে খুনের অভিযোগ! এখানেই শেষ নয়! খুনকে আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা, লেখা হল ভুয়ো সুইসাইড নোট-ও! হাড়হিম করা ঘটনাটি শ্যামপুকুর থানা এলাকার ডিসপেনসারি লেনের। গ্রেফতার স্বামী সুমিত পুরোকাইত।

মৃতার নাম পূজা পুরোকাইত। মৃতার পরিবার আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ। জানা যায়, গত শনিবার পূজা পুরোকাইতের ভাসুর তাঁর দেহ নিয়ে হাসপাতালে যায়, দাবী করে, পূজা আত্মহত্যা করেছে। পুলিশ মৃতার বাড়ি থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করে যা ভুয়ো বলেই মনে করছে তদন্তকারী দল। ময়নাতদন্তের রিপোর্ট-ও আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে দিচ্ছে। পোস্ট মর্টেমের রিপোর্টে মহিলার  শ্বাসরোধ করে মৃত্যুর ইঙ্গিত মেলে। ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে চিকিৎসকরা পুলিশকে জানান, এটি কিছুভাবেই আত্মহত্যার ঘটনা নয়। গলা টিপে খুন করা হয়েছে গৃহবধূকে। খুনকে আত্মহত্যা বলে সাজাতেই নকল সুইসাইড নোট লেখা হয়েছে:

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বন্যার কবল থেকে রক্ষা পেতে শুরু হয়েছিল পুজো, পূর্ব মেদিনীপুরের গ্রামে আজও অকালেই কালীপুজো
আরও দেখুন

রবিবার রাতে মৃতার স্বামী থানায় আত্মসমর্পণ করে। পুলিশ মৃতের স্বামী সুমিত পুরোকাইতকে গ্রেফতার করেছে। তদন্তে পুলিশের কাছে তথ্য, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, এমনই সন্দেহ করত অভিযুক্ত স্বামী। আর সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই হয়তো স্ত্রীকে নৃশংসভাবে খুন করে স্বামী।

বাংলা খবর/ খবর/কলকাতা/
North Kolkata Shyampukur: ভুয়ো সুইসাইড নোট লিখেও শেষরক্ষা হল না,শ্যামপুকুরে স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল