TRENDING:

গর্ভাবস্থায় যমজ শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলাতির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল বিক্ষোভ

Last Updated:

বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে বর্ষা নায়েকের যমজ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ, চিকিৎসা গাফিলাতি ও ভুল ইউএসজি রিপোর্টের অভিযোগে বিজেপি ও রোগীর পরিজনেরা উত্তেজিত.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গর্ভাবস্থায় যমজ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত পর্যন্ত হাসপাতালের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় রোগীর পরিজনেরা। বিক্ষোভে শামিল হয় স্থানীয় বিজেপি কর্মীরাও। রোগীর পরিজনদের অভিযোগ চিকিৎসার গাফিলাতিতেই ওই প্রসূতির গর্ভাবস্থায় যমজ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে কাঠগড়ায় তুলেছে বিজেপি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৪ অক্টোবর সোনামুখীর পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েত এলাকার পালপুকুর গ্রামের বর্ষা নায়েক নামের এক প্রসূতির প্রসব যন্ত্রণা শুরু হয়। তাঁকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেই সময় প্রসূতির ইউএসজি করিয়ে আনার কথা বলা হয়েছিল। হাসপাতালের বাইরে একটি ডায়াগনস্টিক সেন্টারে ইউএসজি করানো হলে সেখান থেকে ভুল রিপোর্ট দেওয়া হয় বলে অভিযোগ। প্রসূতির গর্ভে যমজ সন্তান থাকলেও ওই ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে একটি সন্তানের কথা জানানো হয়। পরে রোগীর পরিজনেরা ওই ডায়াগনস্টিক সেন্টারে যমজ শিশুর কথা বললে সেন্টারের তরফে ভুল স্বীকার করে পুনরায় ইউএসজি করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতে হাসপাতালের চিকিৎসক প্রসুতির পরিজনদের জানান প্রসবের এখনো সাত দিন দেরি আছে। প্রসূতিকে ছুটিও দিয়ে দেওয়া হয়। এরপর গতকাল ফের প্রসব যন্ত্রণা শুরু হতেই প্রসূতিকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হলে ওই প্রসূতি পরপর দুটি মৃত শিশু কন্যা প্রসব করেন। আর এরপরই রোগীর পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন।

advertisement

তাঁদের অভিযোগ, একদিকে ডায়াগনস্টিক সেন্টারের ভুল ইউএসজি আর অন্যদিকে হাসপাতালের চিকিৎসকদের গাফিলাতির কারনে গর্ভাবস্থাতেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনার জন্য হাসপাতালের চিকিৎসকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে রোগীর পরিজনেরা। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। এদিকে হাসপাতালের অব্যবস্থা ও চিকিৎসায় গাফিলাতি বন্ধের দাবিতে গতকাল রাতে প্রসুতির পরিজনদের বিক্ষোভে সামিল হয় স্থানীয় বিজেপি নেতা, কর্মীরাও। বিজেপির দাবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যাণ তথা স্থানীয় তৃণমূল বিধায়কের মদতেই হাসপাতাল জুড়ে এমন অব্যবস্থা চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কেন আখ ছাড়া ছট পুজো অসম্পূর্ণ? এই বছর রেকর্ড চাহিদা
আরও দেখুন

অভিযোগ উড়িয়ে স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, ‘একই সঙ্গে যমজ শিশুর মৃত্যু দুর্ভাগ্যজনক ঘটনা। বিজেপি এখন যাই হোক সরকারের বদনাম করতে উঠে পড়ে লেগেছে। যতদূর শুনেছি ওই প্রসুতির ইউএসজি বাইরে হয়েছিল। কোনও ক্ষেত্রে গাফিলাতি হয়েছে তা নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে,দোষী প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না।’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
গর্ভাবস্থায় যমজ শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলাতির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল