সামনেই দোল। রঙের উত্সব। এমন দিনেও কি নাইট কার্ফু থাকবে নাকি! দোলের আগের দিন বা দোলের দিনই অনেকে এদিক-ওদিক ঘুরতে যান। ছুটিতে আত্মীয়-স্বজনের বাড়িতেও যান অনেকে. তবে পরের দিন আবার কাজে যোগ দেওয়ার ব্যাপার থাকে। তাই অনেকে রাতের দিকে বাড়ি ফিরে আসাটাই পছন্দ করেন। এক্ষেত্রে নাইট কার্ফু থাকলে তো রাতে বাড়ি ফিরতে সমস্যা হতে পারে।
advertisement
আরও পড়ুন- "এতদিন আমি বলতাম, এখন অন্যরা বলবে..." অস্ত্রোপচার শেষে লিখলেন মদন মিত্র
যদিও এসব নিয়ে চিন্তা করার কারণ নেই। কারণ রাজ্য সরকার জানিয়েছে, দোলের রাতে নাইট কার্ফু লাগু থাকবে না। তবে ওই একটা দিনই রাজ্য প্রশাসন কার্ফুতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি দিনগুলির ক্ষেত্রে যেমন নিয়ম ছিল, তেমনই থাকবে।
করোনা সংক্রমণ নিম্নগামী বলে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। তবে রাত্রিকালীন কার্ফুতে এখনও কোনও ছাড় দেওয়া হয়নি। রাত এগারোটা থেকে ভোর পাঁচটা। এই সময়ের মধ্যে বাড়ি থেকে বেরোতে হলে প্রশাসনের অনুমতি লাগবে। কোনও বিশেষ কাজে বা আপতকালীন প্রয়োজনে বেরোতে হলেও প্রশাসনের অনুমতির প্রয়োজন হবে।
আরও পড়ুন- ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা! বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে? জানুন পূর্বাভাস...
এর আগেও বিশেষ বিশেষ দিনে নাইট কার্ফুতে ছাড় দিয়েছিল রাজ্য সরকার। দোল উত্সব রাজ্যের মানুষের কাছে বিশেষ পার্বণ। এমন দিনে রাত্রিকালীন বিধিনিষেধ হলে অনেক মানুষের সমস্যা হত। যেহেতু করোনা সংক্রমণের হার এখন অনেকটাই কম, তাই দোলের রাত্রিকালীন কার্ফু শিথিলের সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন।