*নির্বাচনী ফলাফলের তাপে পুড়ছে দেশের ৫ রাজ্য। বাংলাতেও তার প্রভাব রয়েছে। কাজের দিন, ছুটির বালাই নেই। তাই সকাল থেকে আমবাঙালির চোখ মূলত মোবাইলের পর্দায়। বাস বা ট্রেনে যেতে যেতেই চলছে নির্বাচনী তরজা। তারই মাঝেই চোখ বুলিয়ে দিন আবহাওয়ার খবরে। জেনে নিন কী পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের? ফাইল ছবি। প্রতিবেদন: বিশ্বজিৎ সাহা।
*মঙ্গলবার রাতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝা ১২ বা ১৩ মার্চ ঢুকতে পারে এই এলাকায়। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব আরব সাগরের কেরল উপকূলে। কেরলের এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কঙ্কন পর্যন্ত বিস্তৃত , যা কর্নাটকের ওপর দিয়ে গিয়েছে। এ ছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাট এবং বাংলাদেশের উপর। ফাইল ছবি।