TRENDING:

Newtown Case: নিউটাউনে এবার আরও কড়া নিরাপত্তা, নাবালিকাকে ধর্ষণ-খুনের জেরে বিরাট সিদ্ধান্ত

Last Updated:

Newtown Case: নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় নিউটাউন থানা এলাকার নিরাপত্তায় জোর।নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় নিউটাউন থানা এলাকার নিরাপত্তায় জোর।নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।নিউটাউন থানার পক্ষ থেকে আপাতত এই ক্যামেরাগুলো বসানো হচ্ছে। এনকেডিএ তরফ থেকেও বসানো হবে ক্যামেরা এমনটাই পুলিশ সূত্রে খবর।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

গত ১০ তারিখ এনকেডিএ আধিকারিক ও নিউটাউন থানার পুলিশ নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এর পাশাপাশি একটি বৈঠক করেন বলে পুলিশ সূত্রে খবর। যে বৈঠকে সিদ্ধান্ত হয় কোথায় কোথায় নতুন করে ক্যামেরা লাগাতে হবে কোথায় কোথায় লাইট লাগাতে হবে। সেই সব জায়গায় একদিকে যেমন নিউটাউন থানার পক্ষ থেকে ক্যামেরা লাগানো হচ্ছে ঠিক তেমনি এন কে ডি এর তরফ থেকেও ক্যামেরা লাগানো হবে।

advertisement

আরও পড়ুন-এবার আরও ভয়ঙ্কর…! কয়েকশো গুণ শক্তি বাড়ছে সূর্যের, বুধের দুর্লভ সংযোগে ৪ রাশি ‘মালামাল’ অঢেল টাকার ফোয়ারা, লটারি লাগবে কাদের?

মূলত বলা যেতে পারে যে ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গা। এছাড়াও যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের লাইট ঠিক করা হয়েছে। যদিও ওরকম একাধিক খালপাড়ের রাস্তা রয়েছে যেখান দিয়ে মানুষ যাতায়াত করে সেই রাস্তাগুলোর লাইট বেহাল দশা রাস্তার পাশে রয়েছে জঙ্গল যেগুলো কোনওরকম ফেনসিং ছাড়াই রয়েছে।গাছ আবর্জনার কারণে কোথাও বন্ধ হয়েছে রাস্তা।

advertisement

আরও পড়ুন-রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ! ১৪৪ বছর পর মাঘী পূর্ণিমায় দুর্লভ মহাযোগে ভুলেও করবেন না এই কাজ, অশান্তির কালো ছায়া পিছু ছাড়বে না

নতুন করে কোথায় ক্যামেরা বসলো৷ লোহাপুল ৪ টি ক্যামেরা , ব্রিজের নিচে লাইট লাগানো হয়েছে৷ মৃধা মার্কেট ব্রিজ ৪ টি ক্যামেরা৷ গৌরাঙ্গ ঢালাই ব্রিজ ৩ টি ক্যামেরা৷ যাত্রাগাছি আর আর সাইট ৫টি ক্যামেরা৷ মিশন বাজার ৩টি ক্যামেরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জ্যোতিনগরে ১ টি ক্যামেরা৷ এছাড়াও যাত্রাগাছি মোর, গৌরাঙ্গ নগর নতুন ব্রিজ, তরুলিয়া ঝিলপারে আরও ক্যামেরা বসানো হবে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown Case: নিউটাউনে এবার আরও কড়া নিরাপত্তা, নাবালিকাকে ধর্ষণ-খুনের জেরে বিরাট সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল