TRENDING:

Newtown Murder Case: নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার বাজেয়াপ্ত অভিযুক্ত বিবেকানন্দ সরকারের মোবাইল, খুনের আগের দিনই আসে কলকাতায়

Last Updated:

পুলিশি জিজ্ঞাসাবাদে বিবেকানন্দ সরকার দাবি করেছেন, সজলের মাধ্যমেই তাঁর BDO-র সঙ্গে পরিচয়৷ খুনের আগেরদিন সজলের সঙ্গেই কলকাতায় আসে বিবেকানন্দ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত বিবেকানন্দ সরকারের মোবাইল ফোন বাজেয়াপ্ত করল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ৷ আগেই তিন অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল৷ এবার অভিযুক্ত বিবেকানন্দ সরকারের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হল৷ পাঠানো হল ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে৷ সূত্রের খবর, বিবেকানন্দকে জিজ্ঞাসাবাদ করে খুনে ব্যবহৃত লোহার রড লাঠি এইসবের খোঁজ চালানো হচ্ছে৷
News18
News18
advertisement

নিউটাউনে ব্যবসায়ী খুনের ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ সূত্রের খবর, পুলিশি জিজ্ঞাসায় BDO-র নির্দেশে মারের কথা স্বীকার বিবেকানন্দ সরকার৷ সেই নাকি জানিয়েছে, BDO-র নির্দেশেই মারধরে ব্যবহৃত জিনিস লোপাট করা হয়েছে৷ সরানো হয়েছে মারধরে ব্যবহৃত রড, লাঠি, বেল্ট৷ অন্যদিকে, অপর অভিযুক্ত কোচবিহার ২ ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকারের নির্দেশেই BDO-র সঙ্গে দাঁতনে গিয়েছিলেন বিবেকানন্দ৷

advertisement

আরও পড়ুন :বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল কমিশন, এসআইআর পর্বেই ইভিএম-এর প্রথম দফার চেকিং পর্ব

পুলিশি জিজ্ঞাসাবাদে বিবেকানন্দ সরকার দাবি করেছেন, সজলের মাধ্যমেই তাঁর BDO-র সঙ্গে পরিচয়৷ খুনের আগেরদিন সজলের সঙ্গেই কলকাতায় আসে বিবেকানন্দ!

নিউটাউনে ব্যবসায়ী খুন তদন্তে জিও ম্যাপিং-ও করা হয়েছে৷ সোনা ব্যবসায়ী খুনের তদন্তে আগেই করা হয়েছে পুনর্নির্মাণ। অভিযুক্তদের নিয়ে পুনর্নির্মাণের পরে এবার হয় জিও ম্যাপিং।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশই ভূমিকম্পের কেন্দ্র! ঢাকায় কয়েক সেকেন্ড ধরে টানা ঝাঁকুনি…কম্পনের জের এসে পৌঁছল কলকাতাতেও

ড্রোনের মাধ্যমে জিও ম্যাপিং করে বিধাননগর পুলিশ। দত্তাবাদ থেকে নিউটাউনের রাস্তা ধরে হয় জিও ম্যাপিং। BDO-র ফ্ল্যাট হয়ে দেহ উদ্ধারের জায়গাতেও জিও ম্যাপিং। নতুন করে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিমও৷ নিউটাউনে রাজগঞ্জের BDO-র ফ্ল্যাট থেকেও সংগ্রহ করা হয় নমুনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন কমলার দেশ...! সামসিং খাসমহলের চোখ ধাঁধানো 'অরেঞ্জ গার্ডেনে' নেমেছে পর্যটকদের ঢল
আরও দেখুন

পুলিশের জালে BDO-র মাসলম্যান! সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার বেড়ে ৪। নিউটাউন খুনে আরও এক BDO ঘনিষ্ঠ ধৃত। কোচবিহার থেকে গ্রেফতার বিবেকানন্দ সরকার। স্বপন কামিল্যা খুনে সরাসরি যুক্ত থাকার অভিযোগ। দাঁতনে পরিবারের দেওয়া ভিডিওতেও বিবেকানন্দের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown Murder Case: নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার বাজেয়াপ্ত অভিযুক্ত বিবেকানন্দ সরকারের মোবাইল, খুনের আগের দিনই আসে কলকাতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল