TRENDING:

Newtown Case: রাত দুটো থেকে আড়াইটে, টোটোর প্যাসেঞ্জার নামতেই...নিউটাউনে কী ঘটে জানেন? নাবালিকা ধর্ষণ-খুনে হাড়হিম তথ্য পুলিশের হাতে

Last Updated:

Newtown Case: রবিবার নিউটাউনের ডিসি মানব সিংলা জানান, ''প্রথমে নির্যাতিতার পরিবার মিসিং কমপ্লেইন করে থানায়। আমরা তদন্ত চালাই। তদন্তে নেমে আমরা তথ্য প্রমাণ জোগাড় করি।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এক টোটো চালকের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। ইতিমধ্যে ওই টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বারাসত আদালতে তোলা হয় রবিবার। CCTV ফুটেজ দেখেই গ্রেফতার করা হয়েছে ওই টোটো চালককে।
ভয়ঙ্কর ঘটনা নিউটাউনে!
ভয়ঙ্কর ঘটনা নিউটাউনে!
advertisement

রবিবার নিউটাউনের ডিসি মানব সিংলা জানান, ”প্রথমে নির্যাতিতার পরিবার মিসিং কমপ্লেইন করে থানায়। আমরা তদন্ত চালাই। তদন্তে নেমে আমরা তথ্য প্রমাণ জোগাড় করি। সিসিটিভি ফুটেজ, শারীরিক পরীক্ষা করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।”

আরও পড়ুন: বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে টোটো’তে তোলে! তারপর…নিউটাউনে নাবালিকা ধর্ষণ-খুনে ভয়ঙ্কর ফুটেজ পুলিশের হাতে

advertisement

ওই পুলিশ আধিকারিক আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায় মেয়েটি হেঁটে যাচ্ছে, তারপর সেটা ট্র্যাক করে দেখা যায় টোটো ড্রাইভার নিয়ে যাচ্ছে তাঁকে। টোটোতে আরও প্যাসেঞ্জার ছিল তখন। রাত দুটো থেকে আড়াইটা নাগাদ এই ঘটনা ঘটে বলে দেখা যায়। টোটো চালক স্বীকার করেছে তার দোষ। আরও তদন্ত করে দেখা হচ্ছে বাকিটা। টোটো চালক জানিয়েছে, নাবালিকা বাড়ি ফিরতে চেয়েছিল।

advertisement

শুক্রবার নিউটাউনের লোহা ব্রিজের কাছে ১৪ বছরের ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ জগৎপুরে দেখা গেছিল ওই নাবালিকাকে। লোহা ব্রিজ থেকে জগৎপুরের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। ওই পথে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, যে টোটো-তে ওই নাবালিকাকে তোলা হয়েছিল, সেই টোটো-টিও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির আসল বাড়ি নদিয়ায়। তবে, সে নিউটাউনের গৌরাঙ্গনগরে ভাড়া থাকে। এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখেই ব্রেক থ্রু করে পুলিশ। জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নাবালিকা ওই টোটোতে উঠছে। এরপর নাবালিকাকে নিয়ে আসা হয় নিউটাউনের সোনাঝুরি হাটের কাছে। তারপর নির্জন একটি জায়গায় নিয়ে গিয়ে তাঁর মুখ চেপে ধরা হয়। এরপর পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযুক্ত জানিয়েছে, নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে টোটো-তে তোলে সে। এরপরই ঘটায় সেই ভয়ঙ্কর ঘটনা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown Case: রাত দুটো থেকে আড়াইটে, টোটোর প্যাসেঞ্জার নামতেই...নিউটাউনে কী ঘটে জানেন? নাবালিকা ধর্ষণ-খুনে হাড়হিম তথ্য পুলিশের হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল