সূত্রের খবর, ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে আসলে 'হাব অ্যান্ড স্পোক' মডেল অনুসরণ করতে চাইছে রাজ্য। এ নিয়ে রূপরেখা আগেই তৈরি হয়ে গিয়েছিল। এবার জেলার হাসপাতালের চিকিৎসক ও সুপারদের নিয়ে শুরু হল বিশেষ প্রশিক্ষণ শিবির। জানা গিয়েছে, ২৪ মার্চ থেকে ১১ মে পর্যন্ত বিভিন্ন জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের চিকিৎসক,সুপার,অ্যাসিস্ট্যান্ট এবং ডেপুটি সুপারদের সল্টলেকের স্বাস্থ্য ভবনে প্রশিক্ষণ দেওয়া হবে।
advertisement
মূলত, জেলা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলির রেডিওলজি, গাইনেকোলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, প্যাথোলজি, ডেন্টাল, ইএনটি বিভাগের চিকিৎসকদের এই বিশেষ প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। কোন কোন চিকিৎসক এই প্রশিক্ষণ পাবেন, তৈরি হয়েছে তার তালিকাও।
প্রাথমিকভাবে রাজ্যের ২৪টি মেডিক্যাল কলেজ এবং ১৪টি জেলা হাসপাতাল ক্যানসার চিকিৎসার এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। কলকাতা শহর জেলার যে মেডিক্যাল কলেজগুলোতে ক্যানসার চিকিৎসার পরিপূর্ণ বিভাগ রয়েছে সেই কেন্দ্রগুলি হাব হিসেবে কাজ করবে। এর সঙ্গে জেলার বিভিন্ন হাসপাতালগুলিকে সংযুক্ত করা হবে।
আরও পড়ুন: নামমাত্র খরচে ট্রেনে ঘুরে আসুন অসম-অরুণাচল! এসে গেল ভারত গৌরব ট্রেনের বিশেষ ট্যুর প্ল্যান
এগুলি কাজ করবে চাকার স্পোকের মতো। জেলা হাসপাতালে ডেপুটি সুপার একজনকে সংশ্লিষ্ট জেলার নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করবেন। এই ভাবেই হবে চিকিৎসা। এই মডেল যদি সফলভাবে কাজ করে, তবে অবশ্যই রাজ্যে ক্যানসার আক্রান্তদের ক্ষেত্রে এক নতুন দিশা খুলে যাবে।