Malda Town Station | Malda News: ফাঁকা প্ল্যাটফর্মে আচমকা শিশুর কান্না! প্লাস্টিকের প্যাকেট খুলতেই বেরিয়ে এল ফুটফুটে সদ্যোজাত
- Published by:Satabdi Adhikary
- local18
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
কে বা কারা ওই শিশুটিকে ফেলে রেখে অথবা ছেড়ে রেখে গেল? সিসিটিভি ফুটেজ থেকে তথ্য পাওয়ার চেষ্টা করছে রেল পুলিশ।
মালদহ: মালদহ টাউন স্টেশনে আচমকাই দূর থেকে ভেসে আসছে শিশুর কান্না। কিছুটা নির্জন আট নম্বর প্লাটফর্ম ধরে হেঁটে যাওয়ার সময় থমকে দাঁড়ান এক রেলযাত্রী। কৌতুহলবশত এগিয়ে যেতেই চক্ষুস্থির। এরপরের মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় হইচই আর তৎপরতা। রেলযাত্রীর কাছে খবর পেয়ে ছুটে আসেন রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ। তাঁদের চেষ্টায় মালদা টাউন স্টেশনে প্লাস্টিকের প্যাকেটে মোড়া অবস্থায় উদ্ধার হয় সদ্যোজাত শিশুপুত্র।
মালদহের চাঁচল থানা এলাকার মহেন্দ্রপুরের বাসিন্দা যুবক ফারিস আহমেদ। ওই রেলযাত্রীর গন্তব্য ছিল মালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেন ধরার জন্য মালদা টাউন স্টেশনের আট নম্বর প্লাটফর্ম দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশুর কান্না শুনে এগিয়ে যান ওই রেলযাত্রী। একটু উঁকি দিতেই দেখেন প্যাকেটের ভিতরে দেখা যাচ্ছে ছোট্ট শিশু। সঙ্গে সঙ্গেই রেল পুলিশে খবর দেন তিনি। রেল পুলিশের উপস্থিতিতে প্লাস্টিকের ব্যাগ খুলতেই বেরিয়ে আসে সদ্যোজাত শিশুপুত্র।
advertisement
আরও পড়ুন: ৫০ শতাংশ শিক্ষক-শিক্ষিকাই থাকবেন 'দুয়ারে সরকারে', এপ্রিলে পুরসভার স্কুলগুলিতে কার্যত 'ছুটির মেজাজ'
ঘটনায় হইচই পড়ে স্টেশন চত্বরে। ভিড় করেন অন্যান্য রেলযাত্রীরা। ঘটনাস্থলে এসে পৌঁছন স্টেশন ম্যানেজার থেকে রেল পুলিশ। এরপর রেল পুলিশের উদ্যোগে ওই শিশুটি উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালে মাতৃ বিভাগে চিকিৎসাধীন। শিশুটি বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
আরও পড়ুন: আবারও ঘনাবে কৃষ্ণ কালো মেঘ, সঙ্গে ঝোড়ো হাওয়া, কবে থেকে রঙ বদলাবে আকাশ রইল আপডেট
কিন্তু কে রেল স্টেশনের প্ল্যাটফর্মে বাচ্চাটিকে এনে রাখল? কারা তার বাবা-মা, তা জানা যায়নি এখনও। গোটা বিষয়টাই তদন্ত করে দেখছে পুলিশ। রেল পুলিশের ধারণা, রীতিমতো পরিকল্পনা করেই ওই শিশুটিকে প্ল্যাটফর্মে ছেড়ে যাওয়া হয়েছে। মালদা টাউন স্টেশনে তুলনামূলকভাবে রেল যাত্রী গতিবিধি কম আট নম্বর প্লাটফর্মে। এই প্লাটফর্মে গুরুত্বপূর্ণ ট্রেন দাঁড়ানোর সংখ্যাও প্রায় নগণ্য। সেই কারণেই সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলা ওই প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন বলে মনে করছেন রেল আধিকারিকেরা। স্টেশনে প্লাটফর্মের সিসিটিভি ফুটেজ থেকেও এ সংক্রান্ত তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
advertisement
সেবক দেবশর্মা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 24, 2023 12:21 PM IST