TRENDING:

Mamata Banerjee: রাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যুবক, বড়সড় পদক্ষেপ এবার! অভিযুক্তেরও আজব দাবি

Last Updated:

Mamata Banerjee: ধৃত যুবকের দাবি, মুখ্যমন্ত্রীর বাড়ি নয়, কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার ভেবেই নাকি পাঁচিল টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়েছিল অভিযুক্ত হাফিজুল মোল্লা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে অজ্ঞাত পরিচয় যুবক ঢোকার জের। ওই দিন রাতে যে পুলিশকর্মীরা ডিউটিতে ছিলেন, তাদের সকলকে পুরনো পোস্টিংয়ে ফিরে যেতে বলা হল। এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ১৫ থেকে ২০ জন পুলিশ কর্মী ওই দিন রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির ডিউটিতে ছিলেন বলেই জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন
মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন
advertisement

তাদেরকে পুরনো পোস্টিংয়ে ফিরে যেতে বলা হয়েছে। অর্থাৎ যারা কলকাতা পুলিশ থেকে এসেছিলেন তাদের কলকাতা পুলিশের পুরনো পোস্টিংয়ে ফিরে যেতে বলা হয়েছে। যারা রাজ্য পুলিশ থেকে এসেছিলেন, তাদের রাজ্য পুলিশের পুরনো পোস্টিংয়ে পাঠানো হল। নবান্ন সূত্রে এমনটাই খবর মিলেছে।

যদিও ধৃত যুবকের দাবি, মুখ্যমন্ত্রীর বাড়ি নয়, কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার ভেবেই নাকি পাঁচিল টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়েছিল অভিযুক্ত হাফিজুল মোল্লা৷ পুলিশি জেরায় এমনই দাবি করেছে সে। গত শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ে হাফিজুল। রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে তার উপস্থিতি টের পান নিরাপত্তারক্ষীরা৷ তার পরেই গ্রেফতার করা হয় তাকে৷

advertisement

আরও পড়ুন: হঠাৎ করেই প্রবলভাবে করোনার থাবা, উত্তরের এই জেলা এখন আতঙ্কে কাঁপছে

আগামী ১১ জুলাই পর্যন্ত তার পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ সংবাদসংস্থা পিটিআই-এর দাবি অনুযায়ী, প্রাথমিক জেরায় হাফিজুল পুলিশের কাছে জানিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়িকে কলকাতা পুলিশের সদর দফতর বলে ভেবেছিল সে৷ তাই সেখানে ঢোকার চেষ্টা করে ৩০ বছর বয়সি ওই যুবক৷ কিন্তু গভীর রাতে ঠিক কোন প্রয়োজনে তার লালবাজারে ঢোকার প্রয়োজন হল, তার যথাযথ ব্যাখ্যা হাফিজুল দিতে পারেনি বলেই সংবাদসংস্থা সূত্রে দাবি। কলকাতা পুলিশের এক আধিকারিককে উদ্ধৃত করেই এই দাবি করেছে সংবাদসংস্থা পিটিআই৷

advertisement

আরও পড়ুন: নিজের পেটে ভাঙা কাঁচের বোতল ঢোকালেন বিজেপি কর্মী! শ্বশুরবাড়িতেই সব শেষ, ঘনাচ্ছে রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তদন্তে আরও জানা গিয়েছে, হাফিজুল মোল্লা নামে ওই যুবক প্রথমে দাবি করে, সে ফল বিক্রি করে৷ আবার পরে সে নিজেকে পণ্যবাহী গাড়ির চালক বলে দাবি করে৷ পুলিশ সূত্রে খবর, ওই যুবক মানসিক ভাবে স্থিতিশীল নয়৷ শনিবার রাতে কালীঘাটে পৌঁছনোর আগে সে কোথায় কোথায় গিয়েছিল, সেই সমস্ত তথ্যও খতিয়ে দেখছে পুলিশ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: রাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যুবক, বড়সড় পদক্ষেপ এবার! অভিযুক্তেরও আজব দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল