Bjp Workers Suicide: নিজের পেটে ভাঙা কাঁচের বোতল ঢোকালেন বিজেপি কর্মী! শ্বশুরবাড়িতেই সব শেষ, ঘনাচ্ছে রহস্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bjp Workers Suicide: পারিবারিক কলহের জন্যই আত্মঘাতী হয়েছেন তমলুক থানার চকগড়ুপোতা এলাকার বাসিন্দা ওই বিজেপি কর্মী, এমনই দাবি স্থানীয়দের।
#তমলুক: আত্মঘাতী বিজেপি কর্মী! জানা গিয়েছে, মানসিক অবসাদে ভুগতে থাকা এক বিজেপি কর্মী তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে আত্মহত্যা করেছেন। মনোমালিন্য থেকে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বচসা চলাকালীন হাতে থাকা কাঁচের বোতল ভেঙে নিজের পেটে ঢুকিয়ে দেন ওই বিজেপি কর্মী।
পারিবারিক কলহের জন্যই আত্মঘাতী হয়েছেন তমলুক থানার চকগড়ুপোতা এলাকার বাসিন্দা ওই বিজেপি কর্মী, এমনই দাবি স্থানীয়দের। মৃত বিজেপি কর্মীর নাম জন্মেঞ্জয় (লালু) গাঁতাইত। জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদে ভুগছিলেন লালু।
advertisement
advertisement
শেষমেশ শ্বশুরবাড়িতে গিয়ে সেখানে বচসায় জড়িয়ে পড়ে বোতল ভেঙে সে পেটে ঢুকিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে পাঁশকুড়া বড়মা হাসপাতালে ও পরে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
প্রসঙ্গত, মাস দুয়েক আগেই খেজুরি থানারই বালিচক গ্রামের এক বিজেপি কর্মীও আত্মহত্যা করেছিলেন বলে দাবি স্থানীয়দের। তাঁর নাম দেবাশিস মান্না। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বাড়ির কাছেই গাছে বাঁশগোড়া বাজার সংলগ্ন এলাকায় গাছে দেবাশিসের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ফাঁস লাগানো ছিল গলায়! কীভাবে মৃত্যু? ঘটনার প্রকৃত তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব। মুখে কুলুপ এঁটেছেন পরিবারের লোকেরা। তবে, এবার জন্মেঞ্জয়ের ক্ষেত্রে আত্মহত্যার তত্ত্বই প্রকাশ্যে এসেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2022 12:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bjp Workers Suicide: নিজের পেটে ভাঙা কাঁচের বোতল ঢোকালেন বিজেপি কর্মী! শ্বশুরবাড়িতেই সব শেষ, ঘনাচ্ছে রহস্য