TRENDING:

West Bengal Civic Polls: হাওড়াকে বাদ দিয়ে কেন চার পুরনিগমে ভোট, জরুরি শুনানির আবেদন হাইকোর্টে

Last Updated:

এ দিনই হাওড়া বাদে শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর এবং আসানসোল পুরনিগমে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal Civic Polls)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাওড়াকে (Howrah) বাদ দিয়ে কেন চারটি পুরনিগমে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হল, সেই প্রশ্ন তুলে হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে আবেদন জমা পড়ল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে৷
কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
advertisement

এ দিনই হাওড়া বাদে শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর এবং আসানসোল পুরনিগমে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন৷ তার পরই পুরভোট সংক্রান্ত একটি জনস্বার্থ মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় কমিশনের প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতিকে ই মেল করেন৷

আরও পড়ুন: ২২ জানুয়ারি হাওড়া বাদে চার পুরনগিমে ভোট, গণনা ২৫ শে! কমিশনের ঘোষণায় ক্ষুব্ধ বিরোধীরা

advertisement

প্রধান বিচারপতির কাছে ই মেল মারফত জানানো হয়, পুরভোট সংক্রান্ত মামলার শুনানিতে কমিশন আদালতে জানিয়েছিল, ২২ জানুয়ারি পাঁচটি পুরনিগমে ভোট করাতে চায় তারা৷ তার মধ্যে রয়েছে হাওড়াও৷ অথচ এ দিন কমিশন হাওড়া বাদে বাকি চার পুরনিগমে ভোট গ্রহণের নির্ঘণ্ট প্রকাশ করেছে৷ আগামিকাল যার বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা৷ তাই জরুরি ভিত্তিতে আজ রাতেই শুনানির আর্জি জানানো হয় প্রধান বিচারপতির কাছে৷

advertisement

যদিও প্রধান বিচারপতির তরফে ই মেলের জবাব দিয়ে জানানো হয়, কমিশনের ঘোষণা নিয়ে যা যা আপত্তি রয়েছে, তার উল্লেখ করে মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টে আবেদন করতে হবে৷ আবেদন খতিয়ে দেখার পরই জরুরি শুনানির বিষয়টি বিবেচনা করবেন প্রধান বিচারপতি৷

আরও পড়ুন: রাজ্যের লোকায়ুক্ত প্রধান অসীম রায়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় ভট্টাচার্য

advertisement

হাওড়া পুরনিগমের বকেয়া ভোট করানোর আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন মৌসুমী রায় নামে সিপিএমের এক নেত্রী৷ সেই জনস্বার্থ মামলার আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এ দিন পুরভোটের নির্ঘণ্ট নিয়ে আপত্তি জানিয়ে বিষয়টি প্রধান বিচারপতিকে ই মেল করেন৷

এ দিন কমিশন ভোট নির্ঘণ্ট প্রকাশ করার পরই হাওড়ায় কেন পুরভোট করানো হবে না, তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে সব বিরোধী দলই৷ কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠক ছেড়েও বেরিয়ে আসেন বিরোধী দলগুলির প্রতিনিধিরা৷ তাঁরাও একযোগে অভিযোগ করেন, আদালতে পাঁচটি পুরনিগমে ভোটের করানোর প্রস্তাব দিয়েও এখন কেন চারটি পুরনিগমে ভোটের কথা বলছে কমিশন৷

advertisement

রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস অবশ্য দাবি করেন, হাওড়ার পুরভোট নিয়ে রাজ্যের তরফে তাদের কিছু জানানো হয়নি৷ সেই কারণেই এখন হাওড়ায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হচ্ছে না৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Civic Polls: হাওড়াকে বাদ দিয়ে কেন চার পুরনিগমে ভোট, জরুরি শুনানির আবেদন হাইকোর্টে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল