SIR Case in Supreme Court: 'বাংলায় অদ্ভুত সব কাণ্ড কারখানা চলছে', SIR মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের! সময় দিল এক সপ্তাহ
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
SIR Case in Supreme Court: আইনজীবী কপিল সিব্বাল বলেন, ''বাংলায় অদ্ভুত সব কাণ্ড কারখানা চলছে। হোয়াটসঅ্যাপে নাম পাঠানো হচ্ছে। সেই ভিত্তিতে নোটিস জারি হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলে ১ কোটি ৩২ লাখ নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে।''
advertisement
1/5

কলকাতা: সর্বোচ্চ আদালতে তৃণমূলের করা এসআইআর আবেদনের শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সোমবার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং দোলা সেনের আবেদনের শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে।
advertisement
2/5
তাঁদের আইনজীবী কপিল সিব্বাল বলেন, ''বাংলায় অদ্ভুত সব কাণ্ড কারখানা চলছে। হোয়াটসঅ‍্যাপে নাম পাঠানো হচ্ছে। সেই ভিত্তিতে নোটিস জারি হচ্ছে। লজিক‍্যাল ডিসক্রিপেন্সির কথা বলে ১ কোটি ৩২ লাখ নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে।''
advertisement
3/5
এরপরই প্রধান বিচারপতি সূর্যকান্ত এক সপ্তাহের মধ‍্যে নির্বাচন কমিশন সহ সব পক্ষকে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।
advertisement
4/5
নির্বাচন কমিশনের তরফে দু সপ্তাহ সময় চাওয়া হয় নোটিসের জবাব দেওয়ার জন‍্য। কিন্তু সেটা দেয়নি প্রধান বিচারপতির বেঞ্চ।
advertisement
5/5
আইনজীবী কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, নোটিসে অদ্ভুত প্রশ্ন করা হচ্ছে। যেমন, কেন আপনার ৬ সন্তান? যদিও প্রধান বিচারপতি বলেন, ''হতে পারে। সেক্ষেত্রে তাঁদের জন‍্য আদালতের দরজা খোলা রয়েছেই।''