প্রসঙ্গত, আইপ্যাকের ঘটনায় রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল ইডি। সোমবার ইডির পক্ষ থেকেও আরও একটি মামলা দায়ের করা হয়েছে৷ ইডির তিন আধিকারিক নিশান্ত কুমার, বিক্রম অহলওয়াত এবং প্রশান্ত চান্ডিলা দায়ের করেছেন মামলা৷ দুই মামলাতেই যুক্ত করা হয়েছে, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার (সিপি মনোজ কুমার ভর্মা, কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে৷ ইডির তরফে এই মামলায় যুক্ত হয়েছেন আরও এক ইডি আধিকারিক রবিন বনসল।
advertisement
সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বাড়ান হল। সেন্ট্রাল ফোর্স বাড়তি মোতায়ন করা হল আজ থেকে। সিজিও ঢোকার গেট বেরোনোর গেট এবং প্রত্যেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা রয়েছে। ইডি রাজ্য সংঘাত যার জেরেই বাড়তি মোতায়ন। আগামী দিনে আরও বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে এবং তল্লাশি অভিযান বাড়বে।
