দু’টি ফার্মে অ্যাকাউন্টে প্রায় ২০ কোটি টাকার লেনদেন হয়েছিল বলে ইডি-র কাছে তথ্য এসেছে৷ সম্প্রতি ২৬ অক্টোবর এই ফার্মের অংশীদারীত্ব হিসাবে নাম থাকা সিপি জানের বাড়িতে অভিযান চালায় ইডি৷ সেখানেই এই ফার্মের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য ইডির হাতে আসে৷ সিপি জানেকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পেরেছে, আদতে ফার্ম দু’টি তৈরি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের চাটার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্য৷ শান্তনু ও সিপি জানে দু’জনেরই নাম এই ফার্মের অংশীদার হিসাবে নাম রয়েছে৷
advertisement
ইডির কাছে আরও তথ্য এসেছে যে, সিপি জানে তাঁদের জিজ্ঞাসাবাদ পর্বে জানিয়েছেন, এই ফার্ম দু’টির অ্যাকাউন্টে কোনও ব্যবসায়ীক লেনদেন হয়নি৷ শুধু মাত্র সেল কোম্পানি থেকে এই কোম্পানির অ্যাকাউন্টে দফায় দফায় টাকা ঢুকেছে৷ যখন ইডি আধিকারিকরা এই ফার্মের অ্যাকাউন্ট বিষয়ে খোঁজ খবর শুরু করেন, তখন তাঁরা দেখেন এই অ্যাকাউন্টে ১৪ কোটি টাকা রয়েছে৷ যে অ্যাকাউন্টগুলি ইতিমধ্যে ফ্রিজ করার কার্যক্রম শুরু করেছে ইডি৷
আরও পড়ুন: জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, ছাড়া পেলেই ১০ দিনের ইডি হেফাজতে মন্ত্রী
আরও পড়ুন, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, কড়া নজরদারি ইডি-র
ইডি আধিকারিকদের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির টাকা এই সেল কোম্পানির মাধ্যমে এই ফার্মের অ্যাকাউন্টে নিয়ে টাকা সরানোর প্রক্রিয়া সরিয়েছিলেন বলে অভিযোগ৷