Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, ছাড়া পেলেই ১০ দিনের ইডি হেফাজতে মন্ত্রী

Last Updated:

Jyotipriya Mallick Health Update: মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন মন্ত্রী। হাসপাতালের বাইরে কড়া প্রহরায় কেন্দ্রীয় বাহিনী । 

জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, ছাড়া পেলেই ১০ দিনের ইডি হেফাজতে মন্ত্রী
জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, ছাড়া পেলেই ১০ দিনের ইডি হেফাজতে মন্ত্রী
কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালের বাইরে কড়া প্রহরায় কেন্দ্রীয় বাহিনী । আজ, শনিবার হলটার মনিটরিং হতে পারে মন্ত্রীর। প্রয়োজনীয় রক্তের নমুনা পরীক্ষাও হবে বেশ কিছু। গতকাল, শুক্রবার সিটি স্ক্যান; এমআরআই এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা হয়েছে। গতকালের সমস্ত রিপোর্ট তুলনামূলকভাবে মন্ত্রীর স্বাস্থ্যের প্রেক্ষিতে স্বাভাবিক বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের অধীনে ১৪২ নম্বর বেডে ক্রিটিকাল কেয়ার ইউনিটে রয়েছেন মন্ত্রী।
ইন্টারনাল মেডিসিন, নেফ্রোলজি, কার্ডিওলজি ও এন্ডোক্রিনোলজি বিভাগের চিকিৎসকেরা রয়েছেন মেডিক্যাল টিমে। রবিবার পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে রাখার প্রাথমিক সিদ্ধান্ত চিকিৎসকদের।
advertisement
advertisement
প্রায় ২০ ঘণ্টা ধরে টানা তল্লাশি ৷ সঙ্গে জিজ্ঞাসাবাদের পরে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। শুক্রবার দুপুরে আদালতে তাঁকে হাজির করে ইডি। রেশন দুর্নীতির তদন্তে মন্ত্রীকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় তারা। মন্ত্রী জানান, তিনি অসুস্থ। ডায়াবেটিসের রোগী। তাঁর খাবার আলাদা। দৈনিক অনেক কিছু মেনে চলতে হয়। তা ছাড়া, ইডি যে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি সে কথাও আদালতে জানান জ্যোতিপ্রিয় মল্লিক। ইডিও পাল্টা যুক্তি দেয়। তবে দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। পরে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মন্ত্রীর শারীরিক পরীক্ষানিরীক্ষা করে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি নেওয়ার সিদ্ধান্তের কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, ছাড়া পেলেই ১০ দিনের ইডি হেফাজতে মন্ত্রী
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement