Jyotipriya Mallick: বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, কড়া নজরদারি ইডি-র
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Onkar Sarkar
Last Updated:
তবে হাসপাতাল চত্বরেও মন্ত্রীর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ইডি৷ অনুমতি ছাড়া কেউই যাতে মন্ত্রীর কাছে যেতে না পারেন, তা নিশ্চিত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
কলকাতা: আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়ার পর শেষ পর্যন্ত ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে৷ হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটের ১৪২ নম্বর বেডে ভর্তি করা হয়েছে ধৃত তৃণমূল নেতাকে৷ চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর৷ প্রাক্তন খাদ্যমন্ত্রীর চিকিৎসায় ইতিমধ্যেই তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড৷ তবে আদালতের নির্দেশে বলেই দেওয়া হয়েছে, মন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই ইডি হেফাজতের মেয়াদ শুরু হবে৷
এ দিন ভোররাতে গ্রেফতার় করার পর জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করায় ইডি৷ এর পর বিকেলে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়৷ কিন্তু বিচারক জামিনের আর্জি খারিজ করে ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার পরই আদালতের মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়েন জ্যোতিপ্রিয়৷ চেয়ার থেকে পড়ে যান তিনি৷ সঙ্গে সঙ্গেই জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তির দাবি জানাতে থাকেন মন্ত্রীর আইনজীবীরা৷
advertisement
advertisement
ইডি-র পক্ষ থেকে পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিককে কম্যান্ড হাসপাতালে ভর্তি করানোর কথা বলা হয়৷ শেষ পর্যন্ত মন্ত্রীর পরিবারের সদস্যদের অনুরোধেই জ্যোতিপ্রিয় মল্লিককে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্তে সম্মতি দেন বিচারক৷ যেহেতু ওই হাসপাতালেই আগে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা হয়েছে, তাই ওই হাসপাতালকেই বেছে নেন মন্ত্রীর পরিবারের সদস্যরা৷
advertisement
হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্রুত জ্যোতিপ্রিয় মল্লিককে পরীক্ষা করেন ইন্টার্নাল মেডিসিন, কিডনি, হৃদরোগ এবং স্নায়ুরোগ সংক্রান্ত বিশেষজ্ঞরা৷ মন্ত্রীর সি টি স্ক্যান, এমআরআই এবং বেশ কিছু রক্ত পরীক্ষা করানো হয়৷ এর পরেই মন্ত্রীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, হাইপার টেনশন, কিডনি সহ একাধিক সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছে মন্ত্রীকে৷ মন্ত্রীর সুগারের সমস্যা বেড়েছে। তাঁর শরীরে মাথা ঘোরা, বমি ভাব, শারীরিক দুর্বলতা রয়েছে। পরীক্ষা করে শারীরিক অন্যান্য জটিলতাও ধরা পড়েছে তাঁর। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে পর্যবেক্ষণ করা দরকার। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।
advertisement
তবে হাসপাতাল চত্বরেও মন্ত্রীর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ইডি৷ অনুমতি ছাড়া কেউই যাতে মন্ত্রীর কাছে যেতে না পারেন, তা নিশ্চিত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেই কারণে হাসপাতালের ভিতরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2023 10:59 PM IST