TRENDING:

Nawsad Siddique: নওশাদকে মারা ওই ব্যক্তি পূর্বপরিচিত? যা তথ্য সামনে এল, চমকে উঠল পুলিশও! কে ওই ব্যক্তি?

Last Updated:

Nawsad Siddique: যিনি নওশাদকে মেরেছেন, তিনি নাকি ওর পূর্ব পরিচিত। নওশাদকে তিনটি জলসা ঠিক করে দিয়েছিল। খবর পুলিশ সূত্রে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শনিবার সরকারি কর্মচারীদের ডিএ মঞ্চে আক্রান্ত হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী সকাল থেকে অনশন-ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন। তিনিও সরকারি কর্মচারীদের সঙ্গে গণ অনশনে অংশগ্রহণ করেছিলেন। দুপুর২.৫০ মিনিট নাগাদ নওশাদ বক্তৃতা শুরু করে। সেই সময় তার বক্তৃতার আসরে ১০০০ জনের কাছাকাছি সরকারি কর্মচারীরা মন্ত্রমুগ্ধের মত শুনছিলেন তাঁর কথা।  ৩.১০ মিনিট নাগাদ নওশাদের বক্তৃতার শেষ অংশে তিনি যখন বলছিলেন,তিনি উন্নতি চান সমস্ত মানুষের। শুধু সংখ্যালঘু বলে নয়। তিনি সংখ্যাগুরু থেকে শুরু করে সবায়ের উন্নতির জন্য লড়াই করবেন। এমন সময় এক ব্যক্তি বক্তৃতা মঞ্চের সামনে এসেই নওশাদের দিকে তর্জনী উঁচিয়ে জিজ্ঞাসা করে, তিনি সংখ্যালঘুদের জন্য কী উপকার করেছেন?
নওশাদকে মারলেন কে?
নওশাদকে মারলেন কে?
advertisement

নওশাদ তাকে কিছু বোঝাবার আগেই তিনি সজোরে নওশাদের বুকে মারে।তখন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সমস্ত সরকারি কর্মচারীরা সেই আক্রমণকারীকে বাধা দিতে ব্যস্ত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।  ঘটনাস্থলে ময়দান থানার পুলিশ সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে ওই আক্রমণকারীকে আটক করে থানায় নিয়ে চলে যায়। পুলিশ পরে জানতে পারে,- ওই আক্রমণকারীর নাম আবুল সালাম। তিনি হাওড়ার ডোমজুড় অঞ্চলে পঞ্চায়েত সদস্য।

advertisement

আরও পড়ুন: কম্বল নিতে গিয়ে মৃত্যু, পরিবারের অভিযোগেই গ্রেফতার জিতেন্দ্র! রবিবার কী হতে চলেছে, জানেন?

তিনি এর আগেও নওশাদ সিদ্দিকীকে কয়েকটি জলসা ঠিক করে দিয়েছিল বলে সূত্রের খবর। ওই ব্যাক্তি যে নওশাদের পূর্ব পরিচিত তিনি পুলিশের কাছে দাবী করার পর, নওশাদ সিদ্দিকীকে আবুল সালাম সম্বন্ধে জিজ্ঞাসা করলে, তিনি বলেন -তাকে চেনেন না। যদিও পূর্ব পরিচিত হয়ে থাকে তাহলে তিনি অনশন অবস্থায় নওশাদ সিদ্দিকীকে কেন অনশন মঞ্চে আক্রমণ করলেন? এর পেছনে কি কোন রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে?

advertisement

আরও পড়ুন: ভাইয়ের চাকরি যাওয়ায় রেগে আগুন রাজ্যের মন্ত্রী! যা বললেন, অস্বস্তিতে সরকার

কয়েকদিন আগে নওশাদ সিদ্দিকী জেল থেকে জামিন পেয়ে বেরিয়েছেন।আবার তাকে প্রকাশ্যে হেনস্থা করা হল। নওশাদ সিদ্দিকী বলেন,'এইভাবে রাজনৈতিক চক্রান্ত করে ভয় দেখিয়ে কোন লাভ হবে না। জেল খেটেছি, ভয় পায়নি। সাধারণ মানুষের পাশে আছি।আমি এখনো ভয় পাবো না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে ওই ব্যক্তিকে ধরার পর নওশাদ বারবার বলছিলেন,'নাটক ....।প্রশ্ন কেন?

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nawsad Siddique: নওশাদকে মারা ওই ব্যক্তি পূর্বপরিচিত? যা তথ্য সামনে এল, চমকে উঠল পুলিশও! কে ওই ব্যক্তি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল