নওশাদ তাকে কিছু বোঝাবার আগেই তিনি সজোরে নওশাদের বুকে মারে।তখন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সমস্ত সরকারি কর্মচারীরা সেই আক্রমণকারীকে বাধা দিতে ব্যস্ত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। ঘটনাস্থলে ময়দান থানার পুলিশ সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে ওই আক্রমণকারীকে আটক করে থানায় নিয়ে চলে যায়। পুলিশ পরে জানতে পারে,- ওই আক্রমণকারীর নাম আবুল সালাম। তিনি হাওড়ার ডোমজুড় অঞ্চলে পঞ্চায়েত সদস্য।
advertisement
আরও পড়ুন: কম্বল নিতে গিয়ে মৃত্যু, পরিবারের অভিযোগেই গ্রেফতার জিতেন্দ্র! রবিবার কী হতে চলেছে, জানেন?
তিনি এর আগেও নওশাদ সিদ্দিকীকে কয়েকটি জলসা ঠিক করে দিয়েছিল বলে সূত্রের খবর। ওই ব্যাক্তি যে নওশাদের পূর্ব পরিচিত তিনি পুলিশের কাছে দাবী করার পর, নওশাদ সিদ্দিকীকে আবুল সালাম সম্বন্ধে জিজ্ঞাসা করলে, তিনি বলেন -তাকে চেনেন না। যদিও পূর্ব পরিচিত হয়ে থাকে তাহলে তিনি অনশন অবস্থায় নওশাদ সিদ্দিকীকে কেন অনশন মঞ্চে আক্রমণ করলেন? এর পেছনে কি কোন রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে?
আরও পড়ুন: ভাইয়ের চাকরি যাওয়ায় রেগে আগুন রাজ্যের মন্ত্রী! যা বললেন, অস্বস্তিতে সরকার
কয়েকদিন আগে নওশাদ সিদ্দিকী জেল থেকে জামিন পেয়ে বেরিয়েছেন।আবার তাকে প্রকাশ্যে হেনস্থা করা হল। নওশাদ সিদ্দিকী বলেন,'এইভাবে রাজনৈতিক চক্রান্ত করে ভয় দেখিয়ে কোন লাভ হবে না। জেল খেটেছি, ভয় পায়নি। সাধারণ মানুষের পাশে আছি।আমি এখনো ভয় পাবো না।
তবে ওই ব্যক্তিকে ধরার পর নওশাদ বারবার বলছিলেন,'নাটক ....।প্রশ্ন কেন?