বর্তমানে মোট ৭ জন কেন্দ্রীয় জওয়ান নিরাপত্তায় রয়েছেন নওশাদ সিদ্দিকীর। ১ জন SI পদমর্যাদার অফিসার, ৬ জন অন্য পদমর্যাদার জওয়ান, সর্বক্ষণের জন্য নওশাদের নিরাপত্তায় মোতায়েন হয়েছেন। যেখানে বিধায়ক শওকত মোল্লা Z ক্যাটাগরি নিরাপত্তা এবং এলাকার আরও এক বিজেপি নেতার নিরাপত্তা বেশি। সেখানে নওশাদের নিরাপত্তা অনেকটাই কম। তাই নিরাপত্তা বাড়ানোর আবেদন রাখেন নওশাদ।
advertisement
আরও পড়ুন: কোথায় আছেন মলয় ঘটক? বারবার সমন, তবু হাজিরায় ‘না’! এবার কি বিরাট পদক্ষেপ?
দিন কয়েক আগে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। তার পরেই নিজের নিরাপত্তা নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নিরাপত্তা না মেলায় আদালতের দরজায় গিয়েছিলেন তিনি। আদালত বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিরাপত্তার নির্দেশ দিয়েছিল। তার পরেই রবিবার তাঁর ফুরফুরা শরিফের বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
আরও পড়ুন: ভয়াবহ! কী এমন ঘটছে বঙ্গোপসাগরে? বাংলার মৎস্যজীবীদের নির্দেশ, ‘তাড়াতাড়ি ফিরুন’
জানা গিয়েছে নওশাদের নিরাপত্তায় ৭ জওয়ানকে মোতায়েন করা হয়েছে। তার মধ্যে ৫ জন সশস্ত্র জওয়ান। কোন ক্যাটাগরির নিরাপত্তা পেলেন বিধায়ক? নিজেই জানেন না নওশাদ। জানা গিয়েছে, রবিবার নওশাদের বাড়িতে গিয়ে তাঁর নিরাপত্তার বিষয়টি বুঝে নিয়েছেন ওই ৭ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের জওয়ান। সোমবার আদালতে নওশাদের নিরাপত্তা বিষয়ক মামলার শুনানি ছিলই। সেখানেই নিরাপত্তা আরও বাড়ানোর আবেদন করেন আইএসএফ বিধায়ক।