আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়ালি উদ্বোধনের ঠিক আগেই এইমস কল্যাণীকে নিয়ে তৈরি হল বিতর্ক। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দাবি করেছে, ‘‘হাসপাতালের পরিবেশগত কোনও ছাড়পত্র নেই।’’ কেন নেই তার ব্যাখ্যা দিয়ে পরিবেশ দফতরের বক্তব্য, ‘‘সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের রায়ের কারণেই এই ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না।’’
আর পরিবেশ দফতরের ছাড়পত্র নেই বলে রাজ্যের তরফে জানানোর পর পরই প্রেস বিবৃতি জারি করল বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপি প্রেস বিবৃতির মাধ্যমে বলেছে, ‘‘পশ্চিমবঙ্গ সরকার তার রাজনৈতিক স্বার্থের জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ক্ষমতার অপব্যবহার করে এইমস কল্যাণীর মত মহৎ প্রকল্পকে বন্ধ করতে চাইছে অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের মতই।’’
advertisement
বিশেষত, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের পাঁচটি এইমস একত্রে উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গের প্রথম এইমসও উদ্বোধন হবে। বিজেপির কথায়, এর আগে এই বিষয়ে কিছু জানানো হয়নি এবং এখন উদ্বোধনের বিষয়টি সামনে আসতেই এই ধরনের পরিবেশের ছাড়পত্র নেই বলে দাবি করে আসলে পক্ষান্তরে বুঝিয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকারের ঋণাত্মক অবস্থান।
বঙ্গ বিজেপির দাবি, ভারতের বহু এইমস পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে খুব ভালোভাবে কাজ করে চলেছে। কল্যাণী এইমসও পরিবেশ সংক্রান্ত সকল নিয়মাবলি মেনেই কাজ করবে। যেখানে রাজ্য সরকারের উচিত এই ধরনের মহান উদ্যোগকে স্বাগত জানানো সেখানে এই ধরনের বাধা দেওয়ার প্রচেষ্টা সত্যিই নিন্দনীয় বলেও বঙ্গ বিজেপির তরফ এক প্রেস বিবৃতির মাধ্যমে রাজ্য সরকারকে নিশানা করা হয়।
বলাবাহুল্য, আজ রবিবার একগুচ্ছ এইমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে গুজরাতের রাজকোট থেকে এইমস রাজকোট, এইমস ভাটিন্ডা, এইমস মঙ্গলগিরি, এইমস রায়বরেলীর পাশাপাশি রয়েছে এইমস কল্যাণীও।
যদিও এইমস কল্যাণী কর্তৃপক্ষ জানাচ্ছে, ‘‘রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে আদালতে একটি মামলা চলছে। আদালত যা রায় দেবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। নির্দিষ্ট সূচি মেনেই আজ উদ্বোধন হবে।’’